স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। কুশমাইল ইউনিয়নের কড়ইতলার (দেওনইপাড়) হাবিবুর রহমানের আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যাওয়া বসতভিটা পরিদর্শন করেন ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ্ব এডভোকেট ইমদাদুল হক সেলিম।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, উপজেলা কৃষকলীগের আহবায়ক মাসুদ আলম লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ সাথে ছিলেন।
পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ব্যাক্তিগত তহবিল থেকে নগদ অর্থিক সহায়তা প্রদান করেন। উল্লেখ্য গত বুধবার সন্ধ্যায় আকস্মিকভাবে হাবিবুর রহমানের বসতবাড়িতে আগুন লাগে। আগুনে নগদ অর্থ সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল এবং পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।