স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। শেখ হাসিনা যাকে এমপি দেখতে চান ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ তাকেই নির্বাচিত করতে ঐক্যবদ্ধ ভুমিকা পালন করবে।
১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখা আয়োজিত আনন্দ মিছিল জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদনের প্রাক্কালে সংক্ষিপ্ত আলোচনাকালে সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম এ কথা বলেন।
১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে আনন্দ মিছিল, শ্রদ্ধার্ঘ অর্পণ, দোয়া মাহফিল ও দুপুরে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ লক্ষে সকাল ১০টায় দলীয় নেতাকর্মীরা পৌরসভার সামনে সমবেত হয়। পরে মিছিল পুর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে এডভোকেট ইমদাদুল হক সেলিম আরো বলেন, গত ১৪ বছরে শেখ হাসিনার নেতৃত্বে সরকার যে উন্নয়ন করেছেন তা প্রচার করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্য বদ্ধ হতে হবে। আওয়ামী লীগ করলে শেখ হাসিনার আদেশ নিষেধ মানতে হবে।
সভায় এছাড়া সহ সভাপতি এডভোকেট শামছুল হুদা, সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, অধ্যাপক আবুল হোসেন, শামছুল হক, চেয়ারম্যান, মুমিনুল ইসলাম হযরত, উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মোঃ আব্দুল খালেক, ডাঃ আব্দুর রাজ্জাক, সুকুমার চক্রবর্তী, যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, কেরামত আলী জিন্নাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ আকন্দ দুদু, সাংস্কৃতিক সম্পাদক মাহতাব উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ আব্দুস সালাম, প্রচার সম্পাদক খাইরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুইস সুপ্রভাত জেংচাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আবুল হোসেন, সাইদুল ইসলাম, রাকেশ মল্লিক, মামুনুর রশীদ মামুন, ৬ নং ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদল, নজরুল ইসলাম, আমিনুল ইসলাম, মঞ্জুরুল হক মঞ্জু, নাজমুল হক সোহেল, আব্দুল হান্নান, সাইফুল ইসলাম, আব্দুস সালাম, মাসুদ আলম লিটন, মনির উদ্দিন, আহবায়ক আব্দুল কদ্দুস, ফারুক আহমেদ, সঙ্গিতা রানী সাহা, চান মিয়া, সুজন রতন দে প্রমুখ। সভায় এছাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সফর আলী বুলু, শ্রম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, সহ দফতর সম্পাদক তোফাজ্জল খাম সহ উপজেলা আওয়ামী লীগ, পৌর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।