স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, ফুলবাড়ীয়া উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ লক্ষে ২৫ মার্চ (শনিবার) সন্ধ্যায় ভালুকজান শহিদ বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে দলীয় নেতাকর্মীরা ফুলবাড়িয়াস্থ মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ প্রাঙ্গনে জমায়েত হয়। পরে ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদের নেতৃত্বে মিছিল সহকারে ভালুকজান শহিদ বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করা হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ময়েজ উদ্দিন তরফদার, এডভোকেট আবুল কাশেম মুছা, অধ্যাপক আবুল হোসেন, ডাঃ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাইরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আবুল হোসেন,সহ দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন খান, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদল সহ পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সাথে ছিলেন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, ২৫ মার্চের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল এবং জঘন্যতম। এর পরও বিএনপি জামাত চক্র স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করে। শেখ হাসিনার নেতৃত্বে সরকার বাংলাদেশের ইতিহাসকে সঠিক স্থানে নিয়ে এসেছে। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করে বাংলাদেশের ইতিহাস বিকৃতিকারীদের উপযুক্ত জবাব দিতে হবে। এ জন্য আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকতে হবে।