1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনার পাড়ে চুরি ছিনতাইরোধসহ যানজট নিরসনে ১নং ফাড়ি পুলিশ চ্যালেঞ্জ নিয়েছে - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে  ইউপি সচিবের বিরুদ্ধে নানা অভিযোগ নিজ উদ্যোগ ও সামাজিক সহযোগিতায় রাস্তা করে দিলেন যুব দলের একনিষ্ঠ কর্মী লিটন খান দেশে সারের কোনো সংকট নেই, ন্যায্যমূল্যে সার ও বীজ পাবে কৃষক- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা ময়মনসিংহে সিআইপি শামীমসহ মৃত ব্যক্তিও হয়েছে আসামী ত্রিশালে বাইক রাইডার হত্যা পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন গ্রেফতার ৩ তারাকান্দার শিক্ষক হাবিবুরের বিরুদ্ধে নাশকতার মামলাঃ অনিয়মের বহু অভিযোগ তদন্ত রির্পোটে আসেনি ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবা ও গাজাসহ গ্রেফতার ৪ ময়মনসিংহে চোরের বিক্রি করা মোটরসাইকেল ডিবি পরিচয়ে ছিনতাই নালিতাবাড়ীতে ৬৫০ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার অফিস কক্ষে মিললো আওয়ামী পন্থী কর্মকর্তার মৃত দেহ

নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনার পাড়ে চুরি ছিনতাইরোধসহ যানজট নিরসনে ১নং ফাড়ি পুলিশ চ্যালেঞ্জ নিয়েছে

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ বিভাগীয় নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনার পাড় ও স্টেশন রোড এলাকায় চুরি, ছিনতাইরোধসহ ঈদ মার্কেটে যানজট নিরসনে কাজ করছে ১ নং ফাড়ি পুলিশ। ফাড়ির ইনচার্জ আনোয়ার হোসেন গুটি কয়েক পুলিশ সদস্য নিয়ে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি যানজট ও চুরি ছিনতাই রোধে রমজামের শুরুতেই মাঠে নেমেছেন।


রমজান মাস। আসতে না আসতেই ঈদের কেনাকাটার ধুম পড়েছে। সাথে রয়েছে ইফতারসহ নিত্যদিনের হাট বাজার। নগরীসহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন কেনাকাটা অন্যতম স্থান হিসাবে দীর্ঘদিন ধরেই বেছে নিয়েছে নগরীর গাঙ্গিনার পাড় ও তৎসংলগ্ন দোকানপাঠ। পাশেই রয়েছে নিত্যদিনের কেনাকাটার জন্য মেছুয়া বাজার। সর্বোপরী গাঙ্গিনার পাড় মোড় থেকে রেলওয়ে স্টেশন মোড় পর্যন্ত বিশাল বিপনী বিতান, মার্কেট, কাচা বাজার। রমজান যতই কমতে শুরু করেছে, ঈদ ততই কাছে আসছে। মানুষের কেনাকাটার ধুম পড়ছে। কয়েকযুগ ধরে চলা সময়ের প্রয়োজনে সরু রাস্তা। এই রাস্তায় ভীড় লেগেই আছে। এক সময় এই নগরীতে যত সামান্য রিক্সা ছাড়া অন্য কোন যানবাহন ছিলনা। মার্কেটগুলোও গড়ে উঠেছে সরু রাস্তার আদলে। কোন মার্কেটে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই।

কয়েকযুগ পর ময়মনসিংহ শহরটি এখন বিভাগীয় নগরী। পুরোনো সেই শহরে রিক্সার পাশপাশি, ব্যাটারী চালিত অটো, মিশুক, হাজার হাজার মোটর সাইকেল, শত শত প্রাইভেটকার নিয়মিত চলাচল করছে। এ সমস্ত যানবাহন নগরীর চিরচেনা সরু রাস্তায় পার্কিং করে ঘন্টার পর ঘন্টায় থামিয়ে রেখে তাদের সকল ধরণের কেনাকাটা সারছে। ফলে যানজট লেগেই আছে। এ সুযোগে চুরি ছিনতাইকারীচক্র তাদের সুবিধা মত বিনা বাধায় চুরি ও ছিনতাই করে অতি সহজেই পালিয়ে যাচ্ছে।


এ সব মাথায় নিয়ে ফাড়ি পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন রমজানের ঈদকে সামনে রেখে ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে কেনাকাটা করতে আসা মানুষজনের নিরাপত্তা নিশ্চিত, চুরি- ছিনতাই, পকেটমার রোধ করতে মাঠে নেমেছেন। রবিবার ফাড়ির ইনচার্জ আনোয়ার হোসেন তার সহকর্মীদের নিয়ে যানজট নিরসনে মাঠে নামেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ঈদকে সামনে রেখে এই অঞ্চলে কোন ধরণের চুরি, ছিনতাই, পকেটমারদের ঠাই দিবেন না। এছাড়া যানজট নিরসনে গাঙ্গিনার পাড় থেকে শুরু করে রেলওয়ে স্টেশন মোড় পর্যন্ত সড়কে মোটরসাইকেল, অটো, মিশুক, প্রাইকেটকার পার্কিং করতে দিবেন না। এর পরও এই এলাকায় অবৈধভাবে যানবাহন পার্কিং কওে যানজট সৃষ্টি করা হলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD