গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৭ জন আসামীদেরকে গ্রেফতার করেছে। তার মধ্যে একজন স্কুল শিক্ষক রয়েছেন।
এসআই (নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চর কালীবাড়ী মিল গেইটস্থ হাদীর চায়ের দোকানের সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম আরিফ(৩৪)কে গ্রেফতার করেন এবং তার নিকট হতে নীল রংয়ের জিপারের ভিতর রক্ষিত মোড়ানো অবস্থায় ১৫০(একশত পঞ্চাশ) পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন অনুমান ১৫ (পনের)গ্রাম উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা পূর্ব পাড়া বোর্ড ঘরের পিছনে, ২৫নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ধৃত হারুন (৩৫) কে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে প্লাষ্টিকের তৈরী বাজারের ব্যাগের ভিতর হইতে ১.৫০০(এক কেজি পাঁচশত)গ্রাম গাঁজা এবং নগদ ১২০০/-(এক হাজার দু্ইশত)টাকা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) রুবেল মিয়া এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া থানা এলাকা হতে দস্যুতার চেষ্টা পুরাতন মামলায় আসামী মোঃ আমিন বক্কর ওরফে আবু মিয়া(২৩)কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) কামরুল হাসান, আসাদুজ্জামান ও এএসআই সোহরাব হোসেন সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় থানা এলাকা হতে নিন্মলিখিত আসামীদের গ্রেফতার করা হয়।
আসামীদের নাম ঠিকানা নিম্নরূপঃ-
আজিজুল (১৯), মজনু (২২), মোশারফ হোসেন (৪০), ওমোঃ ভূলু মিয়া (৪৩)কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।