
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মোটর পাম্প চোরসহ বিভিন্ন অপরাধের দায়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫টি চোরাই মোটর পাম্প উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই শাহ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টীম সিরতা বাজার থেকে মাদক ব্যবসায়ী মোঃ সুজাত আলীকে গাজাসহ এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম গাঙ্গীনার পাড় এলাকা থেকে মারামারি মামলার আসামী মীর আক্রাম হোসেন লেলিন, এসআই রুবেল মিয়ার নেতৃত্বে একটি টীম পাটগুদাম এলাকা থেকে অপহরন মামলার আসামী রিয়ান আহমেদ জিহাদ ওরফে বাবু, এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টীম পরানগঞ্জ বাজার এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ সাইদুল ইসলাম ও মোঃ আবু রায়হানকে ৫ টি চোরাই মোটর পাম্প সহ গ্রেফতার করে।
এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম জিরো পয়েন্ট এলাকা থেকে অন্যা্ন্য মামলার আসামী মোঃ জুয়েল, এএসআই সুজন চন্দ্র সাহার নেতৃত্বে একটি টীম জয়বাংলা বাজার এলাকা থেকে অন্যা্ন্য মামলার আসামী মোঃ বাবুকে গ্রেফতার করে।
এছাড়া এসআই উমর ফারুক ও এএসআই মাসুম রানা পৃথকএলাকায় অভিযান পরিচালনা পরোয়ানা ভুক্ত আরো দুই পলাতক আসামি গ্রেফতার করে। তারা হলো, নিলক্ষীয়া পাড়া লক্ষীপুরের আকরাম ও বড়বিলার পাড়ের মোঃ সোহেল মিয়া। গ্রেফতারকৃত মোটর পাম্প চোর মোঃ সাইদুল ইসলাম ও মোঃ আবু রায়হান। পুলিশ জানায় গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ অত্র এলাকাসহ বিভিন্ন জেলায় পানির মোটর পাম্প চুরি করে আসছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে।