1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে ১০ ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে ১০ ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, রমজান মাসে এবং আসছে ঈদকে সামনে রেখে বিভাগীয় নগরীকে ছিনতাই, চুরি ও পকেটমারমুক্ত এবং জনসাধারণের চলাচল ও কেনাকাটা নিরাপদ করতে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালী থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে কোতোয়ালি পুলিশ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ১৫ জনকে গ্রেফতার করেছে।
ওসি শাহ কামাল আকন্দ জামান, বৃহস্পতিবার রাতে ছিনতাইকারী চক্র অপরাধ সংঘটনের উদ্দেশ্যে একত্রে হয়ে প্রস্তুতি গ্রহন কালে কোতোয়ালী থানা পুলিশের একটি চৌকশ টীম পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের খেলার মাঠের উত্তর পাশ থেকে ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করে। তারা হলো,  উৎপল চন্দ্র দে, রিফাত,  মোঃ আরিফ হোসেন, শুভ,  সোহেল, মোঃ বকুল মিয়া, আবু বক্কর সিদ্দিক ওরফে সকাল ও মোঃ সুজন মিয়া। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া আকুয়া বাশবাড়ি কলোনী এলাকা থেকে আরো দুই ছিনতাইকারী আকাশ ও শফিকুলকে গ্রেফতার করা হয়।
অপরদিকে এসআই জোবায়ের খালিদের নেতৃত্বে একটি টীম বাঘমারা এলাকা থেকে  মানব কংকাল চুরির দায়ে আলোচিত মানব কংকাল চোর শাকিল হোসেন ওরফে হাড্ডি শাকিলকে গ্রেফতার করা হয়। এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম ঢাকা জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে প্রতারনা ও আত্মসাৎ মামলার আসামী মোঃ মাজহারুল ইসলাম ও মোঃ শিশির মিয়াকে গ্রেফতার করে। এছাড়া এসআই মাসুদ  জামালী ও হারুন অর রশিদ পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত আরো দুই পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ রাসেল মিয়া ও মোঃ আকাশ। এদের মাঝে  ব্যক্তির নামে একাধিক মামলায় পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD