ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের উদ্যোগে অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম বার) তত্ত্বাবধানে (১০ এপ্রিল ২০২৩) সোমবার শম্ভুগঞ্জ মোড়, জেলা পুলিশ সুপার মোঃ মাসুম আহমেদ ভূঁইয়া ও অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ইঞ্জিনিয়ার মোঃ শাহিনুল ইসলাম ফকির সার্বিক দিক নির্দেশনা মোতাবেক চলতি রমজান এবং আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অতিরিক্ত ভাড়া ও সিএনজি, অটোরিক্সা চুরি, ছিনতাই রোধকল্পে মালিক, শ্রমিক, ড্রাইভার ও সুধিজনদের নিয়ে শম্ভুগঞ্জ মোড়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বিভিন্ন সিএনজি, অটোরিকশা ইজিবাইক ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে চালকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করে। তাছাড়াও উক্ত আলোচনা সভায় চালকদের যত্রতত্র পার্কিং, রাত্রিতে অপরিচিত যাত্রীদের বিষয়ে অধিক সচেতনতা অবলম্বন এবং মধ্যরাতের পরে (বিশেষ প্রয়োজন ব্যতীত) রির্জাভ ট্রিপে না যাওয়ার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ, (পিপিএম বার) বলেন পাশাপাশি আপনাদের প্রতি আমাদের সার্বিক নজরদারি ও সহযোগিতা সব সময় থাকবে। এ সময় উপস্থিত ছিলেন অটো বাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলীপ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।