ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন মহোদয়ের নির্দেশনায় গত ২৪ ঘন্টায় জেলা পুলিশের অর্জন সমূহ:
বাঞ্ছারামপুর থানা পুলিশ কর্তৃক ২০ কেজি গাঁজাসহ আসমা বেগম (৩৫), স্বামী- নোয়াব মিয়া, সাং- চাপিয়া এবং ২. পারভিন আক্তার (৩৫), স্বামী- মৃত সেলিম খা, সাং- শ্যামবাড়ি, উভয় থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িযাদের গ্রেফতার করে।
p
কসবা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০০(এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ সেলিনা আক্তার(২৮), পিতা-মৃত আরু মিয়া, সাং- লতুয়ামুড়া পশ্চিম পাড়া, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করে পুলিশ।
কসবা থানাধীন ০৪নং খাড়রা ইউনিয়নের কুমিল্লা টু ব্রাহ্মণবাড়িয়া সড়কের মনকসাই গুচ্ছগ্রাম সংলগ্ন কাঠ বাগান নামক স্থানে দেশীয় তৈরী অস্ত্রসহ ডাকাতি প্রস্তুতিকালে একজন ডাকাতকে গ্রেফতার করে কসবা থানা পুলিশ।
সদর মডেল থানাধীন কাউতলী পুলিশ বক্সের পশ্চিম পাশে জসিমের চা স্টলের সামনে পাকা রাস্তার উপড় হইতে ১। সৈয়দা রোকসানা আক্তার (২৬) স্বামী মোঃ আঃ জলিল,সাং- কসবা, থানা- কোতোয়ালি দিনাজপুর, জেলা- দিনাজপুর ২। মোঃ ছকিনা খাতুন,স্বামী- কবির চান প্রঃ আঃছাত্তার, সাং- কুষ্টিয়া খাজানগর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া দ্বয়ের শরীরে বিশেষকায়দায় বাধা অবস্থায় ০৬ কেজি গাজা প্রাপ্ত হইয়া উদ্বার করে জব্দ করে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম।
গ্রেফতারকৃত সকল আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।