সুনামগঞ্জ জেলার দিরাই থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই অরুপ বিশ্বাস, এসআই রাজু মিয়া, এসআই মাহবুব ছিদ্দিকী, এএসআই মাহমুদুল হাসান, এএসআই লুৎফুর রহমান, এএসআই সুষেন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ০৪-০৫-২০২৩ খ্রি. সিআর ওয়ারেন্টভূক্ত ০৫ জন পলাতক আসামি ১। ওয়াকিব মিয়া, ২। বরজুল হক, উভয়ের পিতা-মৃত নুর মোহাম্মদ আলী, গ্রাম-হরনগর, ৩। মোঃ আমির আলী, পিতা-মৃত সোনাফর উল্লাহ, গ্রাম-মকসদপুর, ৪। সুকুমার বিশ্বাস, পিতা-মৃত সুনীল বিশ্বাস, গ্রাম-দোওজ, ৫। শ্রী তপু দাস, পিতা-শ্রী গোপাল দাস, গ্রাম-চান্দপুর, সর্বথানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ এবং জিআর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি ১। তৌহিদুল ইসলাম তৌহিদ, পিতা-বাবুল মিয়া, সাং-সরালীতোপা, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জসহ সর্বমোট ০৬ (ছয়) জন আসামি গ্রেফতার করেন। আসামিদের যাথাযথ পুলিশ এস্কটের মাধ্যমে অদ্য ০৪-০৫-২০২৩ খ্রি. বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছ।