ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার বিভিন্ন অভিযানে হত্যা, বিস্ফোরন, দস্যুতা, চুরি মামলার ৮ আসামীকে গ্রেফতার করেছে।
এদের মধ্যে ভাবখালী এলাকা থেকে হত্যা মামলার আসামী টিপু (২০), পিতা-মোঃ শফিক।
বিস্ফোরন উপাদানবলি মামলার আসামী ইয়াছিন আরাফাত ওরফে শাওন (২৯), পিতা-একেএম ইদ্রিস হোসেন, মাতা-হালিমা খাতুন, সাং-সেহড়া চামড়া গুদাম।
দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ কাউসার মিয়া (২৪), পিতা-মোঃ মিন্টু মিয়া, সাং-কদমতলী, থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইল।
চুরি পুরাতন মামলার আসামী তুহিন (২০), পিতা-জুয়েল, সাং-আকুয়া চুকাইতলাসহ পৃথক পৃথক অভিযান পরিচলনা করিয়া ০১সিআর সাজা, ০১টি জিআর সাজা ও ০২টি জিআর মোট ০৪টি বডি তামিল করেন।