ময়মনসিংহ গত ১৫ জুলাই ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ০৭ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে,এসআই(নিঃ) খোরশেদ আলম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন বাতিরকল সাকিনস্থ জেলা প্রশাসকের কার্যালয়ের ২য় তলার কনফারেন্স রুম হইতে পাবলিক পরীক্ষা আইনের মামলার আসামী সোহান (২৭), গ্রেফতার করেন।
এসআই(নিঃ) কমল সরকার এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন আকুয়া এলাকা হইতে পুরাতন চুরি মামলার আসামী মোঃ সুমন (৩০)কে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই(নিঃ) কামাল হোসেন, এসআই(নিঃ)মেহেদী হাসান, এএসআই( )ছামিউল এসআই(নিঃ)ইকবাল হোসেন, এএসআই(নিঃ)মনিরুজ্জামান পৃথক পৃথক অভিযান পরিচলনা করিয়া ০১টি সিআর সাজা, ০১টি সিআর, ০১টি জিআর সাজা ও ০২টি জিআর সহ মোট ০৫টি বডি তামিল করেন।
সিআর সাজা বডি ০১ জন, সাদ্দাম হোসেন, ও সিআর বডি ০১ জন, গোলাম মোস্তফা, জিআর সাজা বডি ০১ জন, মোঃ আমিনুল ইসলাম ওরফে আমিন হোসেনকে গ্রেফতার করেন। জিআর বডি ০২ জন, মোঃ হারুন মিয়াকে গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।