গত ১৫ জুলাই ২০২২ তারিখ আনুমানিক ১৫০০ ঘটিকায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ৫ নং লেংগুড়া ইউনিয়নে অবস্থিত লেংগুড় বিওপি হতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিএসসি এর নেতৃত্বে ১৭ সদস্যের একটি টহল দল কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত মেইন পিলার ১১৬৯ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভরতপুর নামক এলাকা হতে পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় ভারতীয় শাগুন শাড়ি-৩৫৯ পিস এবধূ সালমা সিল্ক শাড়ি-২১ পিস জব্দ করা হয় যার সর্বমোট সিজার মূল্য-১১,৬১,০০০/-(এগারো লক্ষ একষট্টি হাজার) টাকা। জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোনা কাষ্টমস্ অফিসে জমা করা হবে।