ময়মনসিংহের মুক্তাগাছায় স্বজন সমাবেশের উদ্যোগে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ দিনটি উপলক্ষে শনিবার সকালে উপজেলার ভাবকীর মোড় স্বজন সমাবেশ কার্যালয়ে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম- এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকিতে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সকালে ভাবকীর মোড় স্বজন সমাবেশ কার্যালয়ে স্বজন সভাপতি সাইফুজ্জামান দুদুর সভাপতিত্বে “শিশু কিশোর পাঠ চক্র” এর শিশু কিশোরদের সাথে নুরুল ইসলাম বাবুলের জীবনদশা প্রসঙ্গে আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভায় শিশু কিশোরদের মাঝে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মময় জীবনের ওপর আলোচনা করা হয়। স্মরণসভায় বক্তারা বলেন শিল্প খাতের মহানায়ক ছিলেন যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে ২০২০ সালের এই দিনে (১৩ জুলাই) চিরবিদায় নেন অর্থনীতির সফল এ আইকন। করোনার সঙ্গে প্রায় এক মাসের যুদ্ধে শেষ পর্যন্ত হার মানেন সাহসের এ বাতিঘর। ৭৪ বছর বয়সে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বর্তমান জাতীয় সংসদের সদস্য (এমপি) অ্যাডভোকেট সালমা ইসলাম। ছেলে শামীম ইসলাম যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিন মেয়ে-সারিয়াত তাসরিন সোনিয়া, মনিকা নাজনীন ইসলাম এবং সুমাইয়া রোজালিন ইসলাম যমুনা গ্রুপের পরিচালক। বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতার সংগ্রামে যুদ্ধ করে দেশ স্বাধীন করেন। পরবর্তীতে তিনি দেশ ও জাতির উন্নয়নে বেকার সমস্যা সমাধানে যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। দেশের শিল্প উন্নয়নে তিনি যে অবদান রেখেছেন জাতি কখনো তা ভুলবে না। তিনি যেমন ছিলেন স্বাধীনতা যুদ্ধের বীর সেনা তেমনি দেশের উন্নয়নে একজন প্রথমসারির শিল্প উদ্যোক্তা ও সমাজ সেবক। তার রেখে যাওয়া যমুনা গ্রুপ এ দেশে শিল্প কারখানা গড়ে তোলায় জাতির উন্নয়নে অবদান রেখে গেছেন। তার হাতে গড়া যুগান্তর নির্ভীক সাংবাদিকতা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি হাজারও কর্মজীবী মানুষের মাঝে অনন্তকাল বেঁচে থাকবেন। স্মরণসভায় বক্তব্য রাখেন, স্বজন সমাবেশ সভাপতি সাইফুজ্জামান দুদু, যুগান্তর মুক্তাগাছা প্রতিনিধি ও স্বজন উপদেষ্টা মোঃ সোহেল রানা, মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান আকাশ, দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার কবি ও সাংবাদিক সাদেকুল ইসলাম সহ সমাজের বিভিন্ন পর্যায়ের গন্যমান ব্যক্তিবর্গ। আলোচনা শেষে শিশু কিশোরদের মাঝে বিভিন্ন মনিষীদের আত্মজীবনীমূলক বই বিতরণ করা হয়। বই বিতরণ করেন স্বজন সমাবেশ সভাপতি সাইফুজ্জামান দুদু ও মানবকন্ঠের মুক্তাগাছা প্রতিনিধি মনিরুজ্জামান আকাশ। কর্মসূচির দ্বিতীয় অংশে বাদ জোহর দোয়া মাহফিল এবং শেষ ভাগে পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ক্বারী মোঃ মনিরুজ্জামান এবং দোয়া পরিচালনা করেন চকলাঙ্গুলীয়া জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মোঃ আব্দুস সালাম।