স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীরসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই খোরশেদ আলমের নেতৃত্বে একটি টীম হরিপুর এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী মোখলেছউর রহমান দুলু, এএসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টীম বলাশপুর কেওয়াটখালী থেকে মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীরকে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।
এছাড়া এসআই আনিছুর রহমান ও এএসআই আনোয়ার হোসেন পৃথকভাবে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, মানিক মিয়া ও আবির হোসেন মুন। রবিবার গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।