ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম বার জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন। তার হাতে সার্টিফিকেট আর্থিক টাকা তুলে দেন জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান বিপিএম সেবা।
আজ ১৮ জুলাই রবিবার সকাল ১১টা সময় জুন মাসে অপরাধ সভায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, বিট পুলিশিং সভা, গুরুত্বপূর্ণ মামলা রহস্য উদঘাটন, মাদকদ্রব্য উদ্ধারে ভূমিকা, গ্রেফতারী পরোয়ানা তামিল,নিয়মিত মামলার আসামি গ্রেফতার, বিভিন্ন রাজনৈতিক সামাজিক অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পাদন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সকল থানার মধ্যে অদ্য ১৮/৭/২০২২ তারিখ মাসিক কল্যাণ সভায় অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা কে পুরুস্কৃত করা হয় ।
থানা ও শহর এলাকায় আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখা, অপরাধী দ্রুত গ্রেফতার, মিছিল মিটিংএর আইন শৃংখলা বজায় রাখা, গ্রেফতারি পরোয়ানা তামিল করায় জেলা পুলিশ সুপার পুরস্কৃত করেন।
ওসি শাহ্ কামাল আকন্দ (পিপিএম বার) বলেন, আমার সব সময়ের চাওয়া জনগণের নিরাপত্তা প্রদানের স্বার্থে সার্বক্ষণিক দায়িত্বশীল থাকা। ময়মনসিংহবাসী আমাকে আমার কাজে সহযোগিতা করায় আমি এ পুরস্কার অর্জন করতে পেরেছি। সে জন্য ময়মনসিংহ বাসীকে ধন্যবাদ জানাই।