ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশের অভিযানে ১৮ জুলাই গত ২৪ ঘন্টায় ০৯ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
থানা সুত্রে জানা যায়, এসআই(নিঃ) মানিকুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন আজমতপুর এলাকা হইতে হত্যা মামলার আসামী মোফাজ্জল হোসেন (৩৫) গ্রেফতার করেন।
এসআই(নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন কেওয়াটখালী মোড়ের বাইপাস এর মরাখলা পাকা রাস্তার পূর্ব মাথা এলাকা হইতে দস্যুতার চেষ্টা মামলায় আসামী ফারুক (২৮)কে গ্রেফতার করেন। আসামীর নিকট হইতে একটি স্টীলের তৈরী ফোল্ডিং ধারালো চাকু, যাহার একপাশে স্টীলের একটি ক্লিপ রয়েছে, যাহার অন্যপাশে হলুদ রংয়ের স্টীলের পাত সংযুক্ত, যার সম্পূর্ণ দৈর্ঘ্য ১৯ (উনিশ) সেন্টিমিটার ও ফোল্ডিং করা অবস্থায় দৈর্ঘ্য ৯.৫ (নয় দশমিক পাঁচ) সেন্টিমিটার এবং সর্ম্পূণ চাকুটি সাদা স্টীলের তৈরী এবং ধৃত আসামীর পরিহিত গেঞ্জির বাম পকেট হইতে একটি SAMSUNG DUOS কালো রংয়ের বাটন মোবাইল ফোন, যাহার IMEI NO-359788093448790 উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া পানীর ট্যাংকী এলাকা হইতে অপহরন মামলার আসামী মোঃ ইমন হাসান(২২) গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) রুহুল আমিন অত্র থানা এলাকা হইতে ননএফআইআর প্রশিকিউশন মূলে আসামী ১। জীবন ঋষি(৪৫)কে গ্রেফতার করেন।
এছাড়াও এসআই(নিঃ) অসীম কুমার দাস, এএসআই(নিঃ) হযরত আলী, ইকবাল প্রত্যেকে ০১টি করে সিআর সাজা বডি এবং এএসআই(নিঃ)জামাল এবং রফিকুল ইসলাম ০১টি করে জিআর সহ মোট ০৩টি সিআর সাজা এবং ০২টি জিআর বডি তামিল করা হয়।
মোঃ ছালমান শেখ, মোঃ নাছির উদ্দিন, মোঃ এখলাছুর রহমান(জুয়েল)কে গ্রেফতার করেন।
জিআর বডি ০২ জন। মোঃ ফয়সাল ও মজিদ মিয়া ওরফে মইজ্জা(৩১)কে পুলিশ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।