ময়মসিংহের তারাকান্দা শহীদ মিনার প্রাঙ্গন ও শহীদ মিনার সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, ভাষা সৈনিক শামছুল হক ম্যুরাল চত্বরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে, তারাকান্দা উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় শহীদ মিনার সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ম্যুরাল ও ভাষা সৈনিক শামসুল হক ম্যুরাল প্রাঙ্গণে কতিপয় ব্যবসায়ী অবৈধ স্হাপনা করে দখলে নেয়।
বুধবার (২০ জুলাই ) উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত অবৈধ দখলবাজদের উচ্ছেদ করেন এবং ২ ব্যবসায়ীকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, দঃবিঃ১৮৬০এর ১৮৮ ও ২৯১ ধারা মোতাবেক ব্যবসায়ী হায়াতুজ্জামান হায়াতুল্লাহ (৩৬)কে ৮ হাজার এবং দঃবিঃ ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ব্যবসায়ী মোঃ ওবায়দুল করিম (৪০)কে ৫শ টাকা জরিমানা আদায় করেন।
এ সময় উপস্হিত ছিলেন, সহকারী কমিশনির (ভূমি) জিন্নাত শহীদ পিংকি, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মুন্জরুল হক. এস.আই পলাশ চন্দ্র পাল ও সঙ্গীয় ফোর্স।