ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়িতে ইকোপার্কের কার্যক্রম বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকদের পিটানোর হুমকি দিয়ে বক্তব্য দেন জনপ্রতিনিধি ও নেতারা। এই হুমকির প্রতিবাদে বুধবার ঘন্টা ব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা প্রেসক্লাবের উদ্যেগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন ভালুকা রিপোর্টার্স ইউনিটি। ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল। এ সময় অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন সাংবাদিক শাজাহান সেলিম, ফিরোজ খান, জহিরুল ইসলাম জুয়েল, আক্কাস আলী, জোনায়েদ শাহরিয়ার, রফিকুল ইসলাম রফিক, কামরুল এহসান চন্দন, খলিলুর রহমান, আব্দুস সামাদ, শাহ হাসান আলী, মনির খান, মাহমুদুল হাসান ফুরাদ, আনোয়ার হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন আগামী তিনদিনের মধ্যে তাদের ক্ষমাচাইতে হবে না হলে কঠিন আন্দোলনে নামতে বাধ্য হবে ভালুকা সাংবাদিক সংগঠনগুলো।