1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকার সড়কে দফায় দফায় ডাকাতিঃ আতংকের নাম সড়ক পথ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন ময়মনসিংহের নান্দাইলে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ ময়মনসিংহে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডের আসামী গ্রেফতার করেছে ডিবি নালিতাবাড়ীতে সেনাবাহিনীর অভিযান: দুটি ট্রাক বোঝাই ভারতীয় জিরা ও কম্বল জব্দ রিসোর্ট নয়! এযেন আওয়ামীলীগ নেতার মিনি পতিতালয় মদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে নগদ টাকা ও ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ ময়মনসিংহে ১৪২ কেজি গাজাসহ দুইজন গ্রেফতার ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পুলিশ নিয়ে হাজির ইউএনও ত্রিশালের অপরাধ নির্মূলে ওসি মনসুর আহাম্মদ

ভালুকার সড়কে দফায় দফায় ডাকাতিঃ আতংকের নাম সড়ক পথ

বদরুল আমীনঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২০৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের পুলিশ সুপার পদন্নোতি পাওয়ায় অন্যত্র বদলীর আগমনী বার্তা আসার পর জেলার ভালুকা থানা এলাকার বিভিন্ন সড়কে ও সোনার দোকানে দফায় দফায় ডাকাতির ঘটনা ঘটে চলেছে। সম্প্রতি সোনার দোকানে ডাকাতি, গরু ভর্তি ট্রাকে ডাকাতি ও ডিম ভর্তি পিকাপে ডাকাতি ঘটঁনায় এলাকার সড়ক পথ ও দোকান প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের মাঝে চরম আতংক বিরাজ করছে। ঘুম হারাম হয়ে গেছে সাধারন মানুষ ও পথচারিদের। ভালুকা থানার ২৭ জন পুলিশ অফিসারের মধ্যে ডিও উর্ত্তীর্ণ বেশ ক’য়েকজন পুলিশ অফিসারের সাথে স্থানীয় সাধারন মানুষ ও অপরাধীদের সাথে দারুন সখ্যতার প্রচার রয়েছে। ভালুকা থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বিভিন্ন দীর্ঘ মেয়াদী থাকা পুলিশ অফিসারের প্রিয়ভাজন হওয়ায় অপরাধের মাত্রা ক্রমান্নয়ে বেড়েই চলেছে। কতজন অফিসার থানায় কর্মরত আছেন জানতে চাইলে, অফিসার ইনচার্জ বলেন, আছে ২০/২২ জন। সম্ভত তিনিও তার থানায় কতজন অফিসার কর্মরত আছেন, জানেন না! তিনি গুরু দন্ডের অপরাধীদের লগু দন্ডের অপরাধী সাঝাঁতে গিয়ে ভালুকা থানার অফিসার ইনচার্জ পুলিশ প্রশাসনসহ স্থানীয় মানুষের মাঝে ব্যপক সমালোচিত হয়েছেন। গরু ও ডিম ডাকাতির ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অবাক করা সফলতা দেখিয়েছেন।

ময়মনসিংহের ভালুকায় বোমা ফাটিয়ে সোনার দোকানের লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে, প্রথমিক তথ্যমতে প্রায় ২৫০ ভরি সোনা লুট করেছে ডাকাদল। এ সময় ডাকাতদলের হামলায় দোকান মালিক অধীর কর্মকার গুরুতর আহত হন। গত ২০ জুলাই বুধবার রাত ৯ টায় ভালুকা-গফরগাঁও সড়কে বাসস্ট্যান্ড সংলগ্ন প্রদীপ জুয়েলার্সে এ ঘটনা ঘটে। আহত দোকান মালিককে উদ্ধার করে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপালে আনা হয়। এখানে তিনি চিকিৎসাধীন আছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
গত ০৮ জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়করে ভালুকা থানাধীন ভান্ডাব এসএনএস সএিনজি পাম্প এর উত্তর পাশে কবর স্থানরে রোডরে মাথায় একটি পকিআপভ্যান পথরোধ করে দুটি গরু ডাকাতরি ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভালুকা মডলে থানার মামলা রুজু হয়।ডাকাতরি ঘটনায় জেলা গোয়ন্দো শাখা ডিবি,ময়মনসিংহের একটি টমি ধারাবারকিভাবে অভযিান পরচিালনা করে। পড়ে জড়িত শেরপুর জেলার শ্রীবরদী থানা এলাকায় হতে ডাকাত মোঃ হৃদয় খান @ মানকি , মোঃ জসমি , মোঃ সাজদেুল ইসলাম সৈকতদের গ্রেফতার করনে। গ্রেফতারকৃতদের হফোজত হইতে লুন্ঠিত ০২টি মোবাইল ফোন সেট এবং ডাকাতদের যাতায়াত ও লুন্ঠিত গরু বহনের কাজে ব্যবহৃত  পিকআপভ্যানটি উদ্ধার করার হয়। পরে আরেক অভিযানে ডাকাত মোঃ সাব্বরি হোসনে ও মোঃ নাঈমকে গ্রেফতার করনে। গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্যদরে জজ্ঞিাসাবাদে ডিবি পুলিশ জানতে পারে গত ০৭ জুলাই গাজীপুর বাসন থানাধীন আসামি মোঃ সাব্বরি হোসনে (১৯), মোঃ নাঈম (১৯)দ্বয়রে ভাড়াটিয়া বাসায় বসে গ্রফেতারকৃত ৫ ডাকাত ও পলাতক ডাকাতগন গরু ডাকাতির পরকিল্পনা করে। ডিবি পুলিশ জানায়, প্রাথমকি জিজ্ঞাসাবাদে ডাকাতরি বষিয়ে বস্তিারতি তথ্য প্রদান করে। পলাতক আসামি গ্রফেতার ও লুণ্ঠতি গরু দুটি উদ্ধাররে জন্য পুলিশের অভযিান অব্যাহত আছে বলে তারা জানান।
গত ৩০ মে রাত অনুমান ০২.১৪ ঘটিকার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা মডেল থানাধীন ভরাডোবা উথুরা সড়কে নিজুরী সাকিনস্থ নাফকু ফার্মাসিটিক্যালস এর ২নং গেইটের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর একদল ডাকাত দুইটি মোটর সাইকেল ও একটি প্রাইভেটকার যোগে এসে ৭৫,০০০ (পচাত্তর হাজার) মুরগীর ডিম বহনকারী একটি পিক-আপ গাড়ীকে পথরোধ করে।পিক-আপ গাড়ীর চালক মোঃ মমিন, হেলপার মোঃ সুমন মিয়া (৩৩) ও ম্যানজার মোঃ সবুজ (৩০) কে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পিক-আপ গাড়ী থেকে নামিয়ে ডাকাতদের প্রাইভেটকারে তুলে গামছা দিয়ে চোখ বেঁধে অবরুদ্ধ করে রাখে। ডাকতরা ডিম ভর্তি পিক-আপটি চালিয়ে ঘটনাস্থলেরর অদূরে এমএস ইন্ডাস্ট্রি এর সাইনবোর্ড দেওয়ার একটি বদ্ধ জায়গায় নিয়ে পিক-আপ থেকে ৭৫,০০০ (পচাত্তর হাজার) ডিম খালাস করে। ঘটনাস্থল হতে ৫/৭ কিঃ মিঃ দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খালি পিক-আপটি ফেলে রাখে। যা ভালুকা মডেল থানার মামলা নং-৪১, তারিখ-৩০/০৫/২০২২ ইং ধারা-৩৯৪/৩৪ পেনাল কোড রুজু হয়। পুলিশ সুপার,ময়মনসিংহ এর নির্দেশে মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহকে ন্যাস্ত করেন। জেলা গোয়েন্দা শাখার একটি টিম ডাকাতি মামলার রহস্য উদঘাটন, ডাকাতদল গ্রেফতার ও লুণ্ঠিত ৭৫,০০০ (পচাত্তর হাজার) ডিম এবং ডাকাতি কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও মোটর সাইকেল উদ্ধার অভিযানে নামে। ধারাবাহিক অভিযান পরিচালনাকালে ১০ জুন ময়মনসিংহ ও গাজীপুর জেলার বিভিন্ন প্রান্তে অভিযান পরিচালনা করে ডাকাতদলের খোরশেদ হোসেন জুয়েল (৩৯), মোঃ আবু রায়হান (২২), মোঃ এনামুল হক প্রভাত (২৩), সুমন (২০), মোঃ সোহাগ আলী (৩০) ও আঃ সামাদ (৩১)দের আটক করেন। আসামিদের দেওয়া তথ্য মতে ও আসামিদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার, লুণ্ঠিত ডিম বহন ও বিক্রয়ের কাজে ব্যবহৃত পিক-আপ এবং লুণ্ঠিত ডিম বিক্রয়লব্ধ নগদ ১,১২,০০০/-টাকা উদ্ধার করা করেন। ডিবি পুলিশ গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোর্পদ করলে তন্মধ্যে খোরশেদ হোসেন জুয়েল (৩৯), মোঃ আবু রায়হান (২২), মোঃ এনামুল হক প্রভাত (২৩), সুমন (২০), মোঃ সোহাগ আলী (৩০) এবং সাক্ষী হাজী আব্দুল কাইয়ুম (৬৭) ও আব্দুল কাদির (২৫) স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। লুণ্ঠিত অবশিষ্ট ডিম, ডাকাতি কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার ও ডাকাতির সংগে জড়িত অপরাপর আসামিদের গ্রেফতার অভিযান অব্যহত আছে বলে পুলিশ জানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD