৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায়/২০২৩ -এ বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ভাট্টা ভাটপাড়া এস,সি উচ্চ বিদ্যালয়ের নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হযেছে।
জানা গেছে, তারাকান্দা উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সোমবার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাজমুল আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভাট্টা ভাটপাড়া এস,সি উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল বাতেন, প্রধান শিক্ষক মোঃ দুলাল মিঞা, দুলাল চন্দ্র সরকার, আবুল মুনসুর, আপ্তাব উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনিসুল হক।