1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১১ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিল্টনের উদ্যোগে হাজীবাড়ি মোড় চৌরঙ্গীর মোড় বাইলেনে দোয়া ও ইফতার ময়মনসিংহ মহানগরে যুবদলের ইফতার বিতরণ ফুলবাড়ীয়া থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া বোররচরে জামায়াতে ইসলামী দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ময়মনসিংহ-শেরপুর ৪ লেন মহাসড়ক: নির্মানে অনিয়মের মধ্যে চলছে মাটি কাটা কাজ  মিল্টনের উদ্যোগে এসএ সরকার রোডে দোয়া ও ইফতার ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান” জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ এর পরিবার’কে সেনাপ্রধান কতৃর্ক আর্থিক সহায়তা  নেত্রকোনার পূর্বধলা নারী দোকানীর উপর হামলা, লুটপাট ও ভাংচুরের অভিযোগ ময়মনসিংহ সদরে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১১

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২৪৪ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ১১ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

এসআই(নিঃ) হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন চরপাড়া মোড় এলাকা হইতে চুরি মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে ১।মোঃ সাগর মিয়া(২৫), পালক পিতামোঃ আবুল হোসেন, মাতামোছাঃ মনোয়ারা বেগম, সাংচরপাড়া কপিক্ষেত, ১৪নং ওয়ার্ড, থানাকোতোয়ালী, জেলাময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজের মোড়ে জনৈক মোঃ আনাছ (১৯) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে দস্যুতার প্রস্তুতি গ্রহনের অপরাধে ০১জন আসামী, মোঃ রাজু(২৫), পিতামোঃ পটল মিয়া ,স্থায়ী: গ্রামপাটগুদাম রোড ( পাটগুদাম) , উপজেলা/থানাময়মনসিংহ সদর, জেলাময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং আসামীর নিকট হতে, একটি স্টীলের তৈরী সুইচ গিয়ার ধারালো চাকু, যাহার স্টীলের সুইচ গিয়ার বাটযুক্ত, যাহার সম্পূর্ণ দৈর্ঘ্য স্টীলের বাট সহ ২৩. (তেইশ দশমিক পাঁচ) সেঃমিঃএবং স্টীলের সুইচ বাটের দৈর্ঘ্য ১২. (বার দশমিক পাঁচ) সেঃমিঃ যাহার বাটের উপরে খোদাইকৃত ভাবে একটি তলোয়ার পিস্তলের আকৃতির ছবি আড়াআড়িভাবে বিদ্যমান এবং চাকুর ধারালো অংশের উপরিভাগে MINGFa খোলা খোদাইকৃত বিদ্যমান একটি নীল কালো মিশ্রিত রংয়ের VIVO Y11 মডেলের স্মার্ট টার্চ ফোন, যাহার IMEI NO-863655041986214 উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) উজ্জল সাহা এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন দূর্গাবাড়ী এলাকা হইতে চুরি মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে, মোস্তফা কামাল(২৫), পিতামৃতঃ মূর্তজা, মাতাফরিদা, সাংহামিদ উদ্দিন রোড, কাচিঝুলি, (রহিম মিয়ার বাসার ভাড়াটিয়া), থানাকোতোয়ালী, জেলাময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন আকুয়া বাইপাস এলাকা হইতে চুরি মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে ১। মানিক(৩০), পিতাসুলতান, সাংগোহাইলকা্ন্দি পীরবাড়ী, নাহিদ হাসান আলম(২০), পিতামকুল হোসেন, সাংসানকিপাড়া শেষ মোড়, উভয় থানাকোতোয়ালী, জেলাময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) আশিকুল হাসান এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন রাঘবপুর গ্রামস্থ ময়মনসিংহকিশোরগঞ্জ মহাসড়কের পার্শ্বে জনৈক মোঃ রতন মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে চুরি মামলার আসামী মোঃ মোশারফ হোসেন (২৮), পিতামৃতঃ মইজ উদ্দিন, মাতাআনোয়ারা বেগম, সাংকাঞ্চনপুর, থানানেত্রকোনা, জেলানেত্রকোনাকে এবং গৌরিপুর থানাধীন নওপাই গ্রামস্থ অপর আসামী নজরুল ইসলাম (৪০)এর বসতবাড়ীর উঠান হইতে চুরি মামলার আসামী মোঃ নজরুল ইসলাম (৪০), পিতামিরাজ আলী, মাতাচাঁন মেহের, সাংনওপাই, থানাগৌরিপুর, জেলাময়মনসিংহকে গ্রেফতার করেন। আসামীদ্বয়ের নিকট হতে পৃথক পৃথক ভাবে ০১টি ০৩ চাকা বিশিষ্ট ব্যাটারী চালিত পুরাতন ইজিবাইক যাহাতে চালকের আসনের সামনে মাবাবার দোয়া লিখা আছেযাহাতে মোট ০৫টি ব্যাটারী সংযুক্তপ্রতিটি ব্যাটারীর গায়ে ইংরেজীতে Dealer: SR POWER 12 Madan Pal Lane. Nawabpur, Dhaka Ges SL NO-210905SKM7010 লেখা সহ অন্যান্য লেখা বিদ্যমান এবং ০১টি নীল রংয়ের ০৩ চাকা বিশিষ্ট ব্যাটারী চালিত পুরাতন অটো ভ্যান, যাহার বডিতে ০৪টি ব্যাটারী সংযুক্ত উদ্ধার করা হয়।

ইহা ছাড়াও এএসআই(নিঃ) মঞ্জুরুল হক, সোহেল রানা এবং আবুল হাসান ০৪টি জিআর বডি তামিল করেন।

জিআর বডি ০৪ জন, মোঃ কাওছার, পিতামোঃ আবু বক্কর সিদ্দিক, সাংচর কালীবাড়ী, থানাকোতোয়ালী, জেলাময়মনসিংহ ,মোঃ উজ্জল(৩১), পিতাশামসুদ্দিন ওরফে শামু, সাংদাপুনিয়া হাড়গুজি পাড়, থানাকোতোয়ালী, জেলাময়মনসিংহ ,মোঃ উজ্জল(৩১), পিতাশামসুদ্দিন ওরফে শামু, সাংদাপুনিয়া হাড়গুজি পাড়, থানাকোতোয়ালী, জেলাময়মনসিংহ ,মোঃ সবুজ মিয়া(৪০), পিতামৃতঃ আলা উদ্দিন, সাংচর কালীবাড়ী (মধ্যপাড়া), থানাকোতোয়ালী, জেলাময়মনসিংহ | উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD