ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান শেখ একরামুল হক পান্না চৌধুরী। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এলাকার রাস্তা ঘাট উন্নয়নে কাজ করায় চেয়ারম্যান শেখ একরামুল হক পান্না চৌধুরী র প্রতি সন্তোষ প্রকাশ করেন স্হানীয় এলাকা বাসী।
জানা গেছে, ইউপি চেয়ারম্যান শেখ একরামুল হক পান্না চৌধুরী নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হয়েছেন। স্হানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান পান্না খুবই ভালো মানুষ, অসহায় গরীব মানুষের বন্ধু। সবার সুখে দূঃখে সবসময় পাশে পাওয়া যায়।
স্হানীয় এলাকা জুড়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাস্তা ঘাটের উন্নয়ন সহ দীর্ঘদিনের প্রত্যাশিত রহিমগঞ্জ পাকা রাস্তা হইতে সুতিয়া পয়ারী হয়ে বালিয়াকান্দা শেষ সীমানা পর্যন্ত ৪ কিঃ মি এর বহুল প্রত্যাশিত রাস্তাটি মেরামত হওয়াতে খুশি স্হানীয় এলাকা বাসী।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ একরামুল হক পান্না চৌধুরী বলেন জনগণ আমাকে চেয়ারম্যান বানিয়েছেন তাদের সেবা করার জন্য সুতরাং সেটা মাথায় রেখেই নিরলস কাজ করার চেষ্টা করছি।