1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বঙ্গবন্ধুর প্রতিকিৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন ময়মনসিংহ রেঞ্জের নবাগত ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর প্রতিকিৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন ময়মনসিংহ রেঞ্জের নবাগত ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ রেঞ্জের নবাগত ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য (বিপিএম সেবা) ময়মনসিংহ পুলিশ লাইন্সে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের স্মৃতি ও মহান স্বাধীনতা বিষয়ক ভাস্কর্য চেতনা অম্লানে পুষ্পস্তবক অর্পণ করেন। সোমবার সকালে পুষ্পস্তবক অর্পনকালে ময়মনসিংহের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাঃ আহমার উজ্জামান, রেঞ্জ অফিসের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সৈয়দ হারুন অর রশীদ, রেঞ্জ অফিসের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ ফারুক হোসেনসহ রেঞ্জ ও ময়মনসিংহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে দেবদাস ভট্টাচার্য্য বিপিএম রবিবার (২৪ জুলাই) যোগদান করেছেন। এসময় রেঞ্জ ও জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ তাকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানান। এর আগে তিনি রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৩০ জুন স্বারাষ্ট্র মন্ত্রণালয়েরর এক প্রজ্ঞাপনে এই নিয়োাগাদেশ দেয়া হয়। দেবদাস ভট্টাচার্য্য শিক্ষা জীবন শেষে ১৫ তম বিসিএস(পুলিশ) ক্যাডারে নিয়োাগ প্রাপ্ত হন। তিনি পুলিশ একাডেমী, রাজশাহীতে মৌলিক প্রশিক্ষণ শেষে জুন/১৯৯৭ সালে সহকারী পুলিশ সুপার, কুড়িগ্রাম হিসেবে যোগদান করেন। পরবর্তীতে সহকারী পুলিশ সুপার হিসেবে খাগড়াছড়ি, সিলেট এবং সিআইডিতে দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পিটিসি-খুলনা এবং সিআইডিতে দায়িত্ব পালন করেন। পুলিশ সুপার হিসেবে কমান্ড্যান্ট, আরআরএফ সিলেট, পুলিশ সুপার মাদারীপুর, বরিশাল, দিনাজপুর, বান্দরবান জেলায় কর্মরত ছিলেন। ২০০৯- ২০১০ সালে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত ডিআইজি হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) ও (ট্রাফিক), ডিআইজি হিসেবে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকায় কর্মরত ছিলেন। গত ২৯ জুলাই, ২০১৮ তারিখে ডিআইজি, রংপুর হিসেবে যোগদান করেন। রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত অবস্থায় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণ ছাড়াও ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা) প্রাপ্ত হন। তিনি এক জানুয়ারী ১৯৬৮ সালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের তপস্বীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম প্রয়াত দূর্গেশ চন্দ্র ভট্টাচার্য্য, মাতার নাম প্রয়াত রাজলক্ষী ভট্টাচার্য্য। তিনি ১৯৮৩ সালে আছিদ উল্লা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন। বৃন্দাবন সরকারী কলেজ হতে ১৯৮৫ সালে এইচএসসি চট্টগ্রাম ও বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে রসায়ন শাস্ত্রে বিএসসি (অনার্স), ১৯৯৩ সালে এমএসসি পাশ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তিনি তিন কন্যা সন্তান ও এক পুত্র সন্তানের জনক। শখ হিসেবে লেখালেখি করা পছন্দ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD