ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক সহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের আওতায় ৫টি প্রকল্প উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। সোমবার বিকালে নগরীর ২০ নং ওয়ার্ডের ওয়াবদার মোড়ে এ সব প্রকল্প উদ্বোধন উপলক্ষে ওয়াবদার মোড়ে এক জনসভায় সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বক্তব্য রাখেন।
প্রকল্পগুলো হলো, পিডিবি মোড় হতে পোল্ট্রির মোড় পর্যন্ত আরসিসি পাইপ ড্ৰেণ নিৰ্মাণ, পোল্ট্রির মোড় হতে ময়নার মোড় পর্যন্ত আরসিসি পাইপ ড্ৰেণ নিৰ্মাণ, ময়নার মোড় হতে বিসিক পর্যন্ত আরসিসি পাইপ ড্রেণ নির্মাণ, পোল্ট্রিব মোড় হতে ডেইরী ফার্ম (ইছা মুন্সির বাড়ি) পর্যন্ত আরসিসি পাইপ ড্রেণ নিৰ্মাণ ও কেওয়াটখালী বাজার হতে কেন্দ্রীয় মসজিদ হয়ে বাকৃবি বাউন্ডারী ওয়াল পর্যন্ত আরসিসি পাইপ ড্রেণ নির্মাণ।
এ সময় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী জহুরুল হক,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, যুবলীগ নেতা এডভোকেট মাহবুবুল হক বাবলু, আওয়ামী লীগ নেতা হেলালুল ইসলাম সুরুজ, মোহাম্মদ আলী জিন্নাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের আওতাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জিয়াউল ট্রেডার্স এন্ড ইসলাম ব্রাদার্স কন্সট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং লিঃ (জেভি) ১৩ কোটি ১৩ লাখ ৬১ হাজার ৭৬১ টাকায় এ সব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুবুল হোসেন রাজীব জানিয়েছেন।