1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ০৫ জন - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২৫ জুন ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ । স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ টেকসই করতে হলে জাতীয় ঐক্য ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন অত্যাবশ্যকঃ ড. আনিসুজ্জামান চৌধুরী ময়মনসিংহে মাদ্রাসা শিক্ষকের ‘বলৎকার চেষ্টায়’ শিশু নির্যাতন! ৮ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ময়মনসিংহের পুলিশ ভুয়া মামলা, ভৌতিক বিল—সবই এক প্রকৌশলীর চক্রান্ত! ত্রিশালে ৫ লক্ষ টাকার হেরোইন ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক পুলিশ কি দোষ করেছে? তারা কি নিজের ইচ্ছায় মাঠে নামে? ময়মনসিংহে ডিবির অভিযানে নগরীতে স্বস্থি দুই চাঁদাবাজ গ্রেফতার জেল গেইটে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি অনি আটক সারা দেশের তুলনায় ময়মনসিংহ জেলা ও সদরে আইনশৃঙ্খলা ভাল

ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ০৫ জন

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২২৪ বার পড়া হয়েছে

২৫ জুলাই গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৫ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

এসআই তাইজুর ইসলাম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা ঢাকা বাইপাস মোড়স্থ শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে দস্যুতার প্রস্তুতি গ্রহনের অপরাধে ০১জন আসামী গ্রেফতার করেন এবং ০২জন অজ্ঞাতনামা পালিয়ে যায়। ধৃত আসামীর নিকট হতে ()একটি স্টীলের চাকু, যাহা লম্বা অনুমান ২০. (বিশ দশমিক পাঁচ) সেন্টিমিটার, যাহার একপাশ ধারালো, চাকুর নিচের অংশে পলিথিন এবং প্লাস্টিকের সুতা দ্ধারা প্যাঁচানো, প্লাস্টিকের সুতা প্যাঁচানো অংশের লম্বা অনুমান ০৮ (আট) সেন্টিমিটার উদ্ধার করা হয়। দস্যুতার আসামী মোঃ রাশেদ(২৩), পিতাকোরবান আলী ,স্থায়ী: গ্রামবলাশপুর (বলাশপুর) , উপজেলা/থানাময়মনসিংহ সদর, জেলাময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই আল মামুন স্কুলের অন্যান্য ছাত্রছাত্রী এবং শিক্ষকগন সহ আশপাশের লোকজনদের সহায়তায় আসামীকে আটক করিয়া ৯৯৯ কল দিলে ৯৯৯ কলের ভিত্তিতে অত্র থানাধীন শম্ভুগঞ্জ দি রেনেসা মডেল স্কুল এন্ড কলেজ বাদীর মেয়ের স্কুলের গেইটের সম্মুখে হইতে নারী ও শিশু ১০ ধারায় (যৌনপীড়ন)মামলায় আসামী তায়িম(২০), পিতামোঃ ছোটন ,স্থায়ী: গ্রামচর ঝাউগড়া, (৩৩নং ওয়ার্ড, চর ঝাউগড়া) , উপজেলা/থানাময়মনসিংহ সদর, জেলাময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই দিদার আলম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া থানা এলাকা হইতে নিয়মিত মামলার আসামী রিজভী তালুকদার(২৬), পিতাআব্দুল আলী তালুকদার, সাংদূর্গাবাড়ী রাইট পয়েন্ট ৫ম তলা, থানাকোতোয়ালী, জেলাময়মনসিংহকে গ্রেফতার করেন।

ইহা ছাড়াও এএসআই(নিঃ) দুলাল চন্দ্র রায় ০১টি জিআর সাজা এবং এএসআই(নিঃ) মিজানুর রহমান ০১টি সিআর বডি তামিল করেন।

জিআর সাজা বডি ০১ জন, মোছাঃ জিন্নাত আরা ওরফে জিন্নাতা, স্বামীআহমদ আলী ড্রাইভার, সাংখৈলসাপুর, থানাপূর্বধলা, জেলানেত্রকোনা, এপি সাংমাসকান্দা বিসিক এর পিছনে (জনৈক মিলন মিয়ার বাসার ভাড়াটিয়া), থানাকোতোয়ালী, জেলাময়মনসিংহকে গ্রেফতার করেন।

সিআর বডি ০১ জন ,মোঃ আঃ হাই, পিতামৃতঃ আতর আলী, সাংশষ্যমালা, থানাকোতোয়ালী, জেলাময়মনসিংহকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD