ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল টেকিপাড়া গ্রামে আমান উল্লাহ আমান (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ধারালো চাকু দিয়ে গলায় আঘাত করে তাকে হত্যা করে বলে পুলিশ জানায়। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, আমান উল্লাহ পরিবারের অবাধ্য এবং নেশাখোর। প্রতিদিন বিকেলে বাড়ি থেকে নেশা ক্রয় বিক্রয়ের জন্য বের হয়।সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে সে রাতে আর বাড়ি ফিরেনি। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের এলাকা টেকিপাড়া বাইরারচালার একটি আকাশমনি গাছের বাগান থেকে নিহত আমান উল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ধারনা করছে, সোমবার মধ্য রাতে কে বা কারা আমানকে আকাশমনি গাছের বাগানে নিয়ে গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায়।
ফুলবাড়িয়া থানার ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলাম নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে জানান, আমান উল্লাহ তার বাবার অবাধ্য ছেলে ছিল। সে নেশা খায় এবং বিক্রি করে। নিহতের গলার শ্বাসনালিতে ধারালো ছুরির আঘাত রয়েছে। মাদক ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে এলাকাবাসী মনে করছেন। হত্যার কারন এবং খুনিচক্র সনাক্তসহ দ্রুত তাদেরকে গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে। এছাড়া নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।