স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ .ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের দায়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই অসীম কুমার দাসের নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ মাহবুবকে ২শত গ্রামসহ গ্রেফতার করে। এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম আকুয়া দক্ষিণ পাড়া মাদক ব্যবসায়ী মোঃ হারুনুর রশিদ ও মোঃ মেহেদী হাসানকে ৪২ পিস নেশাজাতীয় ইনজেকশন ও নেশাবিক্রির টাকাসহ গ্রেফতার করে। এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম কাঠগোলা এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ রেজাউল ও শহিদুল ইসলাম বাবুকে গ্রেফতার করে। এসআই তানভীর আহম্মেদ ছিদ্দিকীর নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ বাশার, এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম মাসকান্দা পাসপোর্ট অফিসের পিছনের একটি বাসা থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে আছমা, নাবিলা, রাজিয়া সুলতানা, ওলিউল্লাহ ও মোখলেছকে গ্রেফতার করে। এছাড়া এসআই মানিকুল ইসলাম আদালতের পরোয়ানাভুক্ত আসামী মামুন মিয়াকে গ্রেফতার করে। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ।