গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৯ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) রুবেল মিয়া, ০১নং ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন স্টেশন মালগুদাম এলাকা হতে ডাকাতির চেস্টা মামলার আসামী মোঃ শহিদ মিয়া (৩৮) ও মোঃ সাব্বির হাসান (২২)দ্বয়েকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ)মাসুদ জামালী, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন মধ্য বাড়েরা মজিদ মার্কেট এলাকা হতে চুরি মামলার আসামী ফরহাদ হোসেন(২৩)কে গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) জিএম নুরে আলম, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চর খরিচা সাকিনস্থ মোঃ সাইফুল ইসলাম (৫০), পিতামৃতঃ হযরত আলী এর পুকুর পাড়ে ডাবুর নিচ হতে জুয়াড়ী মোঃ বাছেদ (২৩), মোঃ রফিকুল ইসলাম (২৫), মোঃ কাজল মিয়া (৩২), মোঃ জহিরুল ইসলাম (২৫), মোঃ নাঈম (২০), শ্রী শ্যামল রায় (৩০), ও মোঃ কামাল উদ্দিন (৪৬)দেরকে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হতে সর্বমোট নগদ ৬১০/-টাকা, যাহার মধ্যে ১০০/-টাকার নোট ০৩টি, ৫০/- টাকার নোট ০৪টি, ২০/-টাকার নোট ০৩টি এবং ১০/-টাকার নোট ০৫টি, জুয়া খেলায় ব্যবহৃত ৫১টি তাস ও ০১টি চটের বস্তা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) কামরুল হাসান, ০৩নং ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পাওয়ার স্টেশন এলাকা হতে অন্যান্য মামলার আসামী জয়নাল (৩৭)ও সজিব (২০)দ্বয়কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) ফারুক আহমেদ, ০১নং ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন বাঘমারা মোড় সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী খোরশেদুর জামান রাহিম (৩০), ও লালন (৪৬দ্বয়কে গ্রেফতার করেন।
এএসআই(নিঃ) মাহমুদুল হাসান ০৩নং ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন গন্দ্রপা উত্তরপাড়া লাল ব্রীজের উপর হতে অন্যান্য মামলার আসামী জোনায়েদ (৩০) ও জেসান (২২দ্বয়কে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই(নিঃ) রুবেল মিয়া ০১টি জিআর, এসআই(নিঃ) হারুনুর রশিদ ০১টি সিআর, এএসআই(নিঃ) সাইফুল ইসলাম ০১টি জিআর, মোট ০২টি জিআর এবং ০১টি সিআর সর্বমোট ০৩টি গ্রেফতারী পরোয়ানা তামিল করা হয়। তারা হলেন, লাইলী খাতুন ,আলমগীর হোসেন ও মোঃ সুমন ভূইয়া ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।