২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায় ৩৬ টি হারানো মোবাইল ফোন যাহার সর্বমোট মূল্য- ৫,৮৭,০৭৮/- (পাঁচ লক্ষ সাতাআশি হাজার আটাত্তর) টাকা ও ০২ টি বিকাশ একাউন্টে ভুলক্রমে চলে যাওয়া ৮৫,৬০০/- টাকা এবং ০১ টি হ্যাক হওয়া ফেইসবুক আইডি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ পুলিশ (২ এপিবিএন)।
সোমবার (০৫ ফেব্রুয়ারী) ময়মনসিংহের মুক্তাগাছায় সাইবার ক্রাইম সেল অভ্যর্থনা কক্ষে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ পুলিশ (২ এপিবিএন) এর উদ্ধারকৃত ৩৬ টি হারানো মোবাইল ফোন, ০২ টি বিকাশের ৮৫,৬০০/- টাকা এবং ০১ টি হ্যাক হওয়া ফেইসবুক আইডি প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম), পুলিশ পরিদর্শক (নিঃ) অপারেশন্স শাখা, পুলিশ পরিদর্শক (নিঃ) ইন্টেলিজেন্স শাখা, সাইবার টিম (মেটা -১/২) এর টিম লিডার এসআই (নিঃ)গন এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই (নিঃ) প্রমুখ।