1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ শহরে জেসি গুহ রোডের এক একটি হোটেল যেন মিনি পতিতালয় - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন ময়মনসিংহের নান্দাইলে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ ময়মনসিংহে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডের আসামী গ্রেফতার করেছে ডিবি নালিতাবাড়ীতে সেনাবাহিনীর অভিযান: দুটি ট্রাক বোঝাই ভারতীয় জিরা ও কম্বল জব্দ রিসোর্ট নয়! এযেন আওয়ামীলীগ নেতার মিনি পতিতালয় মদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে নগদ টাকা ও ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ ময়মনসিংহে ১৪২ কেজি গাজাসহ দুইজন গ্রেফতার ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পুলিশ নিয়ে হাজির ইউএনও ত্রিশালের অপরাধ নির্মূলে ওসি মনসুর আহাম্মদ

ময়মনসিংহ শহরে জেসি গুহ রোডের এক একটি হোটেল যেন মিনি পতিতালয়

শেখ মামুনুর রশিদ মামুন
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৫ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ শহরের তাজ মহল মোড়ে জেসি গুহ রোডের এক একটি আবাসিক হোটেল যেন মিনি পতিতালয়। এ সকল কম দামী হোটেলে হরদম দেহ ব্যবসা হয়। বিভিন্ন ধরনের বর্ডারগন মেয়ে নিয়ে আসে নয়তোবা হোটেলের কর্মচারী বা ম্যনেজারগন মেয়ে জোগার করে দেয়। এ সকল হোটেলের দর্জায় রয়েছে বিশেষ ধরনের ছিদ্রপথ। যা দিয়ে নামীদামী খদ্দেরদের ভিডিও ধারন করে ব্ল্যাক মেইলিং করা হয়। এদিক দিয়ে খাজা গেষ্ট হাউজের নাম ব্যাপক প্রচার রয়েছে।

জেসি গুহ রোডের এ সকল হোটেল গুলো মূলত ম্যনেজারগন ভাড়া নিয়ে পরিচালনা করে। হোটেল গুলোর পরিবেশ তেমন ভালো নয়। চাকচিক্কের মূল ফটকের পর এখানে অন্ধকার পরিবেশ। প্রতিটি হোটেলে রয়েছে একজন করে নারী।ঝাড়ুদার হিসেবে রাখা হলেও কোন কোন সময় এদের দিয়েই চাহিদা পূরন করা হয়। জুটিদের ফাদে ফেলে এরা প্রচুর অর্থ কামিয়ে নেয়। কক্ষের ছিদ্রপথ দিয়ে ভিডিও ধারন করে বিভিন্ন সময় কতিথ পুলিশ পরিচয়ের লোক হাজির করে করা হয় মোটা অংকের টাকা আদায়! এমন ফাঁদে কিশোর, যুবকসহ নানা বয়সের লোকেরা অনেকবার পড়েছে। খাজা গেষ্ট হাউজে এমন জুটি আটকিয়ে টাকা আনাতে বিলম্ভ হওয়ায় রুমে দিন ব্যাপী আটকিয়ে রাখার অভিযোগ রয়েছে।আবার হোটেল মালিক এদের ভোগ করার অভিযোগ রয়েছে। সম্মানের ভয়ে তারা অভিযোগ করেনি। আশপাশের হোটেল গুলোর মধ্যে খাজা হোটেলের সমালোচনাই বেশী। স্থানীয় হোটেল গুলোর মধ্যে রয়েছে, রূপ মহল, হাফিজিয়া, খাজা ও মালেক গেষ্ট হাউজ ।
খাজা গেষ্ট হাউজের ম্যনেজার উজ্জল খান তার হোটেলের একাধিক কক্ষের দর্জায় ধর্মীয় ছিদ্রপথ রয়েছে। এগুলো বিশেষ আঠালো দিয়ে বন্ধ রাখা হয়। রাতে বা দিনে জুটিদের মিলনের সময় ছবি বা ভিডিও ধারন করে পুলিশ দিয়ে ব্ল্যাক মিলিং করে থাকে । এমন প্রচারনা অনেক। গফর গাও এর এক ভোক্তভোগী একজন পুলিশ অফিসারের নাম বলেছেন। তবে স্থানীয় হোটেলের কর্মচারীরা সেই পুলিশ অফিসারের নাম না জানাতে চাইলেও আকার ইঙ্গিতে প্রকাশ করেছেন। এ ধরনের ব্ল্যাক মেইল খাজা গেষ্ট হাউজে হয় বলে তারা অভিযোগ করেন।
ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন মসজিদের ঠিক উল্টো পাশেই অবস্থান হোটেল গুলোর। মাদ্রাসার জানালা দিয়ে এই চিত্র দেখা যায়। সর্বমহলেই এর সমালোচনা রয়েছে। মাদরাসার একজন শিক্ষক জানান, হোটেল গুলোতে এ ধরনের কার্যকলাপ নিন্দনীয়। অনেক সময় জানালা দিয়ে অনৈতিক কাজের দৃশ্য দেখা যায়। খাজা গেষ্ট হাউজের জানালা বেশীর ভাগ সময় খোলাই থাকে। পুলিশ প্রতিরাতেই হানা দেয় এ সকল হোটেলে কিন্তু কাউকে ধরে নেয়না। হোটেল গুলোতে অসামাজিক কার্যকলাপ হলেও অজ্ঞাত কারনে পুলিশ ব্যবস্থা নেয়না!

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD