ময়মনসিংহ সদর উপজেলার ৩নং বোররচর ইউনিয়নে ইজিপিপি প্রকল্পের কাজে পাল্টে গেছে গ্রাম বাংলার কাচাঁ রাস্তা ঘাট। যোগাযোগ ব্যবস্থার অমূল্য পরির্বতনে কৃষি ব্যবসার ক্ষেত্রে উন্নত হচ্ছে গ্রামীণ জনপদ।
ময়মনসিংহ সদর উপজেলায় বোররচর ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য সরকারের কর্মসংস্থান কর্মসূচির ইজিপিপি আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে ২য় পর্যায়ের প্রকল্পের আওতায় গ্রামীন অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় স্থানিয় ইউপি সদস্য মোঃ মানিক মিয়া বলেন কর্মসূচির ২য় পর্যায় বরাদ্ধ ইজিপিপি ৪০ দিনের প্রকল্পের কর্মসূচির মাধ্যমে অবকাঠামো উন্নয়নে দিনদিন পাল্টে যাচ্ছে গ্রামীণ চিত্র। বোররচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাজ সুন্দর ভাবে সম্পন্য হয়েছে। গ্রামীন অবকাঠামো উন্নয়নে সকলের জীবন যাত্রা মান পরিবর্তন হয়েছে এলাকার ছেলে মেয়েদের স্কুলে যাতায়াত সহ নিত্য প্রয়োজনীয় পন্যের গাড়ি যাতায়াতের নিশ্চিত হয়েছে। এই গ্রামের মোঃ আজিজুর রহমান জানায় এই রাস্তায় ছোট বড় গর্তে বর্ষকালে গড়তে পানি জমে থাকায় মানুষ চলাচলের খুব কন্ঠ হত। ইজিপিপি ৪০ দিনের প্রকল্পের কাজে গ্রাম বাংলার কাচাঁ রাস্তায় মাটি কেটে গর্ত ভরাট করার কারনে আমাদের চলাচলের অনেক সুবিধা হইছে।
এই গ্রামের মোঃ শাহাবুদ্দিন খলিফা জানায় এই রাস্তাটি বহুদিন থেকে মানুষের চলাচলে অযোগ্য ছিল রাস্তায় মাটি কাটার ফলে আমাদের এখন অনেক সুবিধা হইছে। এ ছারাও বোররচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভিবিন্ন রাস্তায় মাটি ভরাটের কাজ সমাপ্ত হয়েছে।
বোররচর ইউনিয়ন পরিষদের সচিব মোস্তাফিজুর রহমান ৪নং ওয়ার্ডের জাফর মন্ডল পাড়ার কাচাঁ রাস্তায় মাটি ভরাট কাজ সমাপ্ত করা হয়েছে। এই কাজগুলোর পরিদর্শন ও খোঁজ খবর নিয়ে ইউপি সদস্য মোঃ মানিক মিয়ার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
ইউপি মেম্বার মানিক মিয়া জানান অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ইজিপিপি আওতায় ২০২৩-২৪ অর্থ বছরের বরাদ্ধ পাওয়ার সাথে সাথে গ্রাম অঞ্চলে রাস্তায় মাটি ভরাট কাজ সুন্দর ভাবে শেষ করা হয়েছে।
বোররচর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম( সাব্বির )গ্রামকে শহরে রুপান্তিত করতে ব্যাপকভাবে কাজ করে চলেছেন আগামীতে আরো বেশী বেশী ইজিপিপি প্রকল্প সহ টিআর কাবিটা নিয়ে এসে এলাকার যোগাযোগ ব্যবস্থার অমূল্য পরির্বতনে কৃষি ব্যবসার ক্ষেত্রে উন্নয়ন করা হবে গ্রামের কোন কাঁচা রাস্তা থাকবে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা মোতাবেক গ্রামকে শহরে পরিণত করতে স্থানীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মোমিন মন্ডল এমপির সরকারি বরাদ্দ শতভাগ সুষম বণ্টন, পরিকল্পিত রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ, স্যানিটেশন, স্বাস্থ্য, কৃষকদের সর্বোচ্চ সুবিধা প্রদান, শিক্ষা, এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ প্রবণতা কমিয়ে আনা ও জবাবদিহিতার মাধ্যমে ন্যায় ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে মডেল বোররচর ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে।