ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) এর অভিযানে পাচশো ইয়াবাসহ ও ইয়াবা পরিবহন কাজে ব্যবহরিত মোটর সাইকেলসহ ১ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, এসআই (নিঃ) কমল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে, ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন শাহ্গঞ্জ বাজারস্থ গৌরীপুর হইতে রামপুরগামী রাস্তায় গাগলার মোড়স্থ ঈশ্বরগঞ্জ গামী পাকা রাস্তার পূর্ব পাশে রফিকুল ইসলাম @ রবি এর মুদির দোকানের সামনে ফাঁকা জায়গায় হইতে০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫.৩০ ঘটিকায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনকাজে ব্যবহৃত ১টি মটর সাইকেলসহমাদক ব্যবসায়ী মোঃ কাউছার আলম (২৪), পিতা-মোঃ আব্দুল কদ্দুছ, মাতা-মোছাঃ রাশিদা বেগম, সাং-ছিলিমপুর পাঁচপাড়া, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনকাজে ব্যবহৃত ১টি মটর সাইকেল উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১ জন আসামীর বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।