ময়মনসিংহ নগরীতে হাসেম মিয়া (২৯) ও মোঃ আলামিন(১৯) নামের ২ চালককে হাত-পা বেঁধে হত্যা পরে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্প্রতিবার দিঘারকান্দা বাইপাস সংলগ্ন খালপাড় পুলের নিকট হতে আলামিন আহত ও শুক্রবার (৯ ফেব্রুয়ারি ২০২৪) সকালে নগরীর জয়নুল আবেদীন পার্ক এলাকার ব্রহ্মপুত্র নদের পাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগেও রহমত পুর বাইপাস হতে ও মাসকান্দা বাইপাস হতে একাধিক আটো ও মিশুক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।চালকরা জানিয়েছে রাত যেন তাদের কাছে এখন এক আতংকের নাম।
জানা যায়, নিহত হাসেম মিয়া ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কলাপাড়া গ্রামের জহুর উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন হাসেম মিয়া। মধ্যরাত হলেও না ফেরায় অটোরিকশার মালিক তার নম্বরে ফোন করে বন্ধ পান। এরপর থেকে অটোরিকশার মালিক ও হাসেম মিয়ার পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। তবে, কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে ব্রহ্মপুত্র নদের পাড়ে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পার্কে যাওয়া লোকজন থানায় খবর দেওয়া হলে, পরে মরদেহটি হাসেম মিয়ার বলে নিশ্চিত করে পুলিশ।
এসআই ত্রিদীপ কুমার বীর বলেন, ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করতেই তাকে হাত-পা বেঁধে বুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পরে মরদেহ ব্রহ্মপুত্র নদের পাড়ে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়েছেন। এ ঘটনায় এখনো কেহ গ্রেফতার হয়নি।
অপরদিকে গত ০ ফেব্রুয়ারী রাত ১১.০০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা বাইপাস সংলগ্ন খালপাড় পুলের নিকট হতে মোঃ আলামিন(১৯)কে হাত, পা বাধিয়া গলায় চাকু দিয়া ফেস মারিয়া রক্তাক্ত জখম করিয়া তাহার ভাড়ায় চালিত একটি পুরাতন ব্যাটারী চালিত মিশুক ছিনতাই করিয়া নিয়া যায়। পরবর্তীতে মোঃ আলামিন(১৯)এর ভাই মোঃ সোহেল (৩৬) বর্নিত ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়েরের কেরেন। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিনের নির্দেশে এসআই(নিঃ) মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার-ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া থানাধীন গন্দ্রপা সাকিনে বাংলাদেশ ব্যাংকের সামনে আকুয়া হইতে রহমতপুরগামী পাকা রাস্তার উপর হতে ৩ জন ছিনতাইকারী মোঃ অয়ন(২৫), মোঃ মনির হোসেন(২৩) ও হিরা মিয়া(২৪)দের”কে গ্রেফতার করেন। পরে ছিনতাইকারীদের নিকট হতে ছিনতাইকৃত একটি পুরাতন ব্যাটারী চালিত অটো মিশুক রিক্সা এবং অটোরিক্সা ছিনতাইকাজে ব্যবহৃত ০১টি চাকু উদ্ধার করা হয়।