ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি’র অভিযানে ১ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
পুলিশ জানায়, এসআই (নিঃ) কমল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন কালিকাপুর সাকিনস্থ মোঃ সেলিম মিয়া এর বাড়ী সংলগ্ন উত্তর পাশে কালিকাপুর গ্রামের কাঁচা রাস্তা হইতে ১১ ফেব্রুয়ারি, ০৯.৩০ ঘটিকায় ০১ কেজি গাঁজাসহ কোতোয়ালী থানা এলার কালিকা পুরের মাদক ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া (৫০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০৩টি মাদক মামলা আছে।
উদ্ধারকৃত ০১ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।