ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ২৮ জুলাই পুলিশের অভিযানে ২ জন গ্রেফতার হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০২ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এসআই (নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া বাইপাস মোড় জনৈক আকবর আলী চা দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে দস্যুতার চেস্টা মামলায় আসামী ১. আমিরুল ইসলাম (৩২), পিতা-মৃত: শেখ আনোয়ার, মাতা-রোকেয়া সাং-আকুয়া দক্ষিনপাড়া, থানা-কোতোয়ালী, জেলা ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে একটি স্টীলের চাকু, যাহার এক পাশ ধাঁরালো, যাহা লম্বা অনুমান ০৯ (নয়) ইঞ্চি এবং বাটের অংশ অনুমান ০৪ (চার) ইঞ্চি, চাকুটির বাটের উভয় পার্শ্বে বাদামী রংয়ের কাঠ দিন। দ্ধারা আটকানো, চাকুটির গায়ে ইংরেজীতে TROY-WEIGHT লেখা সহ অন্যান্য চিহ্ন বিদ্যমান উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন সানকিপাড়া হইতে গোহাইলকান্দি যাওয়ার মীরবাড়ী মোডস্থ জামানের চায়ের দোকানের সামনে সরকারী পাঁকা রাস্তার উপর হইতে মাদক মামলায় মাদক ব্যবসায়ী ১ মোঃ শিপন (২২), পিতা-মোঃ আক্কাস আলী, মাতা হাজেরা বেগম, সাং-গোহাইলকান্দি মীরবাড়ী, ঈদগাহ মাঠ সংলগ্ন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ২৫ (পঁচিশ) পিস গোলাপী রংয়ের অ্যামফিটামিন জাতীয় কথিত ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন অনুমান ২.০৫ (দুই দশমিক শূন্য পাঁচ) গ্রাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।