ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন অপরাধের দায়ে সাতজন গ্রেফতার হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ আশপাশ এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনোর আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে কোতোয়ালি পুলিশ অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই আনিছুর রহমানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ঢাকা-টাঙ্গাইল বাইপাস মহাসড়কের আকুয়া বাইপাস মোড় থেকে দস্যুতার চেষ্টায় মোঃ জসিমকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করে। এসআই খোরশেদ আলমের নেতৃত্বে একটি টীম পুটিয়ালী বিদ্যাগঞ্জ থেকে ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, মোছাঃ হামিদা পাগলী, মোঃ সবুজ মিয়া ও মোঃ রুবেল। তাদের কাছ থেকে গাজা উদ্ধার করা হয়েছে। পুলিশ পরিদর্শক ফারুক হোসেনের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে হত্যা মামলার এজাহার নামীয় আসামী রেদওয়ান আহমেদ সোহানকে গ্রেফতার করে।
এছাড়া এসআই উত্তম কুমার দাস ও খোরশেদ আলম পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, পুরোহিত পাড়ার কাজী মোঃ আব্দুল্লাহ ও সাহেব কাচারীর দেলোয়ার হোসেন দেলু। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।