স্টাফ রিপোর্টার। ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশ ২৪ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে চোরাই অটোসহ দুই অটোচোরকে গ্রেফতার করেছে। জামিরদিয়া মাস্টার বাড়ি ও সীডস্টোর বাজার থেকে রবিবার তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, বিল্লাল মিয়া ও মিলন মিয়া।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে নিয়মিত অভিযান পরিচালনা করছে ভালুকা মডেল থানা পুলিশ। ওসি শাহ কামাল আকন্দ আরো জানান, বড় কাশর এলাকার অটো মোঃ নজরুল ইসলাম ব্যাটারী চালিত অটোগাড়ী ভাড়ায় পরিচালনা করে আসছিল। সে প্রতিদিনের ন্যায় গত ৩ মে দিবাগত রাত অনুমান ১১টারদিকে তার ক্রয়কৃত ব্যাটারী চালিত অটোগাড়ীটি বড় কাশরের নুরু মিয়ার বসত বাড়ীর উঠানে ফাঁকা জায়গায় চার্জে দিয়ে বসত ঘরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল অনুমান ৬ টারদিকে গিয়ে অটো চালক নজরুল দেখতে পায় তার অটো নেই। তার অটো গাড়িটি অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভালুকা থানায় মামলা নং-১৫, তারিখ- ০৫/০৫/২৪ ইং, ধারা- ৩৭৯ পেনাল কোড- ১৮৬০ দায়ের করে।
ওসি আরো জানান, অটো চুরির এ মামলায় ভালুকা মডেল থানার এসআই মোঃ নজরুল ইসলাম তার (ওসি) পরিকল্পনা ও পরামর্শে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পুলিশ অভিযান পরিচালনা করে জামিরদিয়া মাস্টার বাড়ি থেকে বিল্লাল হোসেন থেকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল হোসেন অটোগাড়ী চুরির কথা স্বীকার করে এবং তার সহযোগী মিলন মিয়ার নাম ঠিকানা প্রকাশ করে। পরবর্তীতে গ্রেফতারকৃত বিল্লালকে সাথে নিয়ে সীডষ্টোর বাজারে অভিযান চালায় পুলিশ। এ সময় মিলন মিয়া আরো এক অটোচোরকে গ্রেফতার করে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সীডষ্টোর বাজারস্থ জনৈক শিপন মিয়ার অটো রিক্সার গ্যারেজের সামনে থেকে যন্ত্রাংশ খোলা অবস্থায় উদ্ধার করে। পরে অটো মালিকের সনাক্ত মতে চোরাই যাওয়া একটি ব্যাটারী চালিত অটোগাড়ী ব্যাটারী বিহিন বিভিন্ন যন্ত্রাংশ জব্দ তালিকামূলে জব্দ করে। গ্রেফতারকৃত বিল্লাল হোসেন ও মিলনের নামে একাধিক মামলা রয়েছে।