নেত্রকোনার দুর্গাপুরে ভেজাবালু পরিবহনে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার থেকে উপজেলা প্রশাসন, সহকারী পুলিশ সুপার, ওসি ও আনাসর বাহিনীর যৌথ পরিচালনায় এ অভিযান শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব উল আহসান এর নেতৃত্বে ভেঁজাবালু পরিবহন বন্ধে চালকদের আলটিমেটাম দিয়ে তিনি বলেন, আগামীকাল থেকে ভেঁজা বালু পরিবহন, অভার লোডিং আর ত্রিপল ছাড়া বালু পরিবহন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এজন্য বালুর উৎস মুখে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। শহরের রাস্তা ও পরিবেশ রক্ষায় অভিযান অব্যহত থাকবে। এ নিয়ে দুর্গাপুর সার্কেল এর সিনিয়র এএসপি মাহমুদা শারমিন নেলী বলেন, লাইসেন্স বিহীন গাড়ি ও লাইসেন্স বিহীন চালক দিয়ে কোন অবস্থাতেই গাড়ি চালানো যাবে না।