আজ ০৪ আগস্ট ২০২২ তারিখ আনুমানিক ১২৩০ ঘটিকায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার ২ নং দূর্গাপুর ইউনিয়নে অবস্থিত বারমারী বিওপি হতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিএসসি এর নেতৃত্বে ২৪ সদস্যের একটি টহল দল কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত মেইন পিলার ১১৬৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর বারমারী নামক এলাকা হতে পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় ভারতীয় কেজিএফ-টু শাড়ি-২১৬ টি, মিক্স মাসালা শাড়ি-৫৩ টি এবং লেহেঙ্গা-২৮৫ টি জব্দ করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ২৯,২৬,০০০/-(ঊনত্রিশ লক্ষ ছাব্বিশ হাজার) টাকা। জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোনা কাষ্টমস্ অফিসে জমা করা হবে।