আজ ১৩ ফেব্রুয়ারী ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি আভিযানিক দল শহরের জেসিগুহ রোডে অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, গোপন সংবাদ এর ভিত্তিতে ১৩ ফেব্রুয়ারী ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের “ক” সার্ল পরিদর্শক আমিনুল কবিরের নেতৃত্বে আই মোশেদ আলম, এ.এস.আই মোঃ জহিরুল ইসলাম ভুইয়া, আমেনা বেগম, সিপাই সর্ব মোঃ রাজু মিয়া, মোঃ সাব্বির আহমেদ, মাহমুদুল হাসান, আশরাফুল আলম পাপ্পু, সালমান ফার্সী, সারোয়ার হোসাইন নোমান ও গাড়ীচালক মোঃ শরিফুল আলম এর সমন্বয়ে একটি রেইডিং পার্টি গঠন করে সরকারী গাড়ি যোগে কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম, জে সি গুহ রোডস্থ ফজলু আর্মির বাড়ীর ভাড়াটিয়া মোহাম্মদ অলি হোসেন এর নিজ দখলীয় ভাড়াকৃত বসতবাড়ী সময় ১২.১০ ঘটিকায় উপস্থিত হয়ে ঘেরাও করে। আসামীদ্বয় মোহাম্মদ অলি হোসেন (২৯) ও মোঃ মিশু মিয়া (২৪) কে আটক করেন এবং তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রীর ২০ হাজার টাকা জব্দ করেন। তারা দীর্ঘদিন ধরে শহরে মাদক বিক্রী করে আসছে।
ঘটনাস্থল গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ আলী হোসেন (২৯) ও মোঃ মিশু মিয়া (২৪) নিজ হেফাজতে অবৈধ মাদকদ্রব্য অ্যামফিটামিনযক্ত ইয়াবা ট্যাবলেট একে অপরের সাহায্য সহযোগিতায় বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে থাকে।