1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে এনেসথেসিওলজিস্ট কার্যকরী পরিষদের প‌্যা‌নেল প‌রি‌চিতি সভা - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিল্টনের উদ্যোগে হাজীবাড়ি মোড় চৌরঙ্গীর মোড় বাইলেনে দোয়া ও ইফতার ময়মনসিংহ মহানগরে যুবদলের ইফতার বিতরণ ফুলবাড়ীয়া থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া বোররচরে জামায়াতে ইসলামী দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ময়মনসিংহ-শেরপুর ৪ লেন মহাসড়ক: নির্মানে অনিয়মের মধ্যে চলছে মাটি কাটা কাজ  মিল্টনের উদ্যোগে এসএ সরকার রোডে দোয়া ও ইফতার ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান” জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ এর পরিবার’কে সেনাপ্রধান কতৃর্ক আর্থিক সহায়তা  নেত্রকোনার পূর্বধলা নারী দোকানীর উপর হামলা, লুটপাট ও ভাংচুরের অভিযোগ ময়মনসিংহ সদরে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে এনেসথেসিওলজিস্ট কার্যকরী পরিষদের প‌্যা‌নেল প‌রি‌চিতি সভা

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

 বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজিস্ট কার্যকরী পরিষদের নির্বাচনের জাত‌ীয়তাবাদী প‌্যা‌নেল প‌রি‌চিতি ও মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৮ ফ্রেব্রুয়া‌রি ) দুপুরে ময়মন‌সিংহ মে‌ডিক‌্যাল ক‌লেজ হাসপাতা‌লের হল রু‌মে এ প‌্যা‌নেল পরি‌চি‌তি অনু‌ষ্ঠিত হয়।
একটি প্রগতিশীল, বিজ্ঞানমনস্ক ও সর্বস্তরের স্বার্থ সংরক্ষণকারী প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয়ে বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজিস্টস ক্রিটিক্যাল কেয়ার এন্ড পেইন ফিজিশিয়ানস (BSA-CCPP) এর কার্যক‌রি প‌রিষ‌দের নির্বাচ‌নের ল‌ক্ষ্যে এ প‌্যা‌নেল ঘোষনা করা হ‌য়। আগামী ২২ ফেব্রুয়ারি ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ভ‌্যানু‌তে সকাল ৯টা থে‌কে বিকাল ৩টা পর্যন্ত এ নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে।

প‌্যা‌নেল প‌রি‌চি‌তি অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন অধ্যাপক ডা. ইউএইচ শাহেরা খাতুন (বেলা)।বক্তব‌্য রা‌খেন( বিনা প্রতিদ্ব‌ন্ধিতায় নির্বা‌চিত)জ্যেষ্ঠ সহ সভাপতি ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, মহাসচিব পদ প্রার্থী অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ প্রাথী ডাঃ মোঃ রেহান উদ্দিন খান, প্রফেসর ডাঃ শাহাবুদ্দিন চৌধুরী, ডাঃ পারভেজ শামস, প্রফেসর ডাঃ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক ডাঃ আলী রেজা সিদ্দিকী শাহিন,ত্রিদিব কান্তি বিশ্বাস, ডাঃ মোঃ হারুন অর রশিদ, ডাঃ মোঃ লিয়াকত নূর, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত)ডাঃ ফয়সল আহমেদ, ডাঃ হেবজুল বারী,ডাঃ ইশা খান, সহকারী অধ্যাপক ডাঃ আমিনুল ইসলাম শামীম, ডাঃ লোকমান হোসেন চৌধুরী( অবঃ), ডাঃ আবুল কালাম আজাদ,ডাঃ মাসুদ রেজা, ডাঃ মাসুদুর রহমান, ডাঃ আব্দুল ওহাব বাদল, ডাঃ সোলায়মান কবির দর্পণ প্রমুখ।
এনেসথেসিওলজিস্ট কার্যকরী পরিষদের নির্বাচনের প‌্যা‌নেলের প্রার্থীরা হলেন, সভাপ‌তি অধ্যাপক ডা. মোঃ শাহ আলম ভূঁইয়া আজাদ, মহাসচিব অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল প্যানেল অন‌্যরা হ‌লেন জ্যেষ্ট সহ সভাপ‌তি ডা. মোহাম্মদ আলী সি‌দ্দিকী ( বিনা প্রতিদ্ব‌ন্ধিতায় নির্বা‌চিত), সহ সভাপ‌তি ডা. মোঃ তাজুল ইসলাম (এনেসথেসিওলজি), অধ্যাপক ডা. মোঃ শাহনেওয়াজ চৌধুরী (পেইন মেডিসিন), ডা. মোঃ শাহাদাত হোসেন (ক্রিটিক্যাল কেয়ার), কোযাধ্যক্ষ ডা. মোঃ রেহান উদ্দিন খান, যুগ্নসম্পাদক ডা. মোঃ জাভেদ হোসেন (এনেসথেসিওলজি), ডা. মোঃ সামসুজ্জামান (পেইন মেডিসিন), সাংগঠনিক সম্পাদক ডা. ফরহাদ আহমেদ (এনেসথেসিওলজি), ডা. মোঃ জিয়া উদ্দিন (ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন), ডা. তাজ উদ্দিন আহমেদ (পেইন মেডিসিন) বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত, বৈজ্ঞানিক সম্পাদক ডা. মোঃ বাবলু হোসেন ( বাবু), সাংস্কৃতিক সম্পাদক ডা. জাকিয়া সুলতানা মিতালূ,আন্তর্জাতিক সম্পাদক ডা. মোঃ আহাদ হোসেন, প্রকাশনা সম্পাদক ডা. মোহাম্মদ ইব্রাহীম, দপ্তর সম্পাদক ডা. আসাদুল মজিদ হেলালী (নোমান), সহ দপ্তর সম্পাদক ডা. মোঃ জামশেদ আলী, কাযকারী সদস্য অধ্যাপক ডা. ইউ এইচ শাহেরা খাতুন (বেলা), অধ্যাপক ডা. ওয়াহি উদ্দিন মাহমুদ, অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, ডা. লুৎফুল আজীজ, ব্রিগ্রেডিয়ার জেনারেল অবঃ অধ্যাপক ডা. মোঃ পারভেজ আলতাফ হুসাইন, ডা. মুজিবুর রহমান, অধ্যাপক ডা. কেএম বাকি বিল্লাহ, অধ্যাপক ডা. মোহাম্মদ মুশফিকুর রহমান, ডা. মোঃ সাকিল আহমেদ, ডা. মোঃ লিয়াকত নূর, ডা. মোঃ ইদ্রিস আলী, ডা. মোঃ নুরুল্লাহ, ডা. শামীম আরা সুলতানা, ডা. নাজমুল আহসান সিদ্দিকী রুবেল, ডা. মোহাম্মদ মোমিনূল হক, ডা. মোঃ আমিনুল রহমান হীরা, ডা. একেএম নুরুজ্জামান খান (জনি), ডা. মোঃ আব্দুল কাদের সাজীব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD