1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে জামায়াতের উদ্যোগে এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিল্টনের উদ্যোগে হাজীবাড়ি মোড় চৌরঙ্গীর মোড় বাইলেনে দোয়া ও ইফতার ময়মনসিংহ মহানগরে যুবদলের ইফতার বিতরণ ফুলবাড়ীয়া থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া বোররচরে জামায়াতে ইসলামী দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ময়মনসিংহ-শেরপুর ৪ লেন মহাসড়ক: নির্মানে অনিয়মের মধ্যে চলছে মাটি কাটা কাজ  মিল্টনের উদ্যোগে এসএ সরকার রোডে দোয়া ও ইফতার ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান” জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ এর পরিবার’কে সেনাপ্রধান কতৃর্ক আর্থিক সহায়তা  নেত্রকোনার পূর্বধলা নারী দোকানীর উপর হামলা, লুটপাট ও ভাংচুরের অভিযোগ ময়মনসিংহ সদরে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে জামায়াতের উদ্যোগে এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

 বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল করিম, নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ কামরুল হাসান মিলন, মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বিগত ১৪ বছর যাবৎ কারাগারে বন্দি। গত বৃহস্পতিবার কারাবিন্দ আজহারুল ইসলামের সাথে সাক্ষাত করতে গিয়েছিলাম। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যে কর্মসূচি দেয়া হয়েছে সেই কর্মসূচি সম্পর্কে অবহিত করার জন্য এবং তাঁর দোয়া নেয়ার জন্য। তখন তিনি সাথে সাথে বলেছেন আগামী ১৮ তারিখে বাংলাদেশের রাজপথে শত শত মানেুষ নেমে আসবেন। সেইদিন যিনি যেখানে থাকবেন সেখান থেকে আমার সালাম নিবেন। এই অন্তর্বর্তী সরকারে ক্ষমতা গ্রহণের ১৯০ দিন অতিবাহিত হলো। অন্যান্য সকল রাজনৈতিক বন্দিদের মুক্তি দিলেও জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেননি। বর্তমান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে যমুনায় এই বিষয়ে আলোচনা করলে তিনি সবকিছু শুনে মুক্তির বিষয়টি আশ্বস্ত করেন। আমরা এ বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সাথে একাধিকবার আজহারুল সাহেবের মুক্তির বিষয়ে কথা বলেছি। কিন্তু এতদিন পার হয়ে যাওয়ার পরও কোন কাযর্করী পদক্ষেপ গ্রহণ করেননি। আমরা বলতে চাই এদেশের ছাত্র জনতা ২ হাজার মানুষের রক্তের বিনিময়ে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ফাঁসির মঞ্চে গিয়েছেন এখন তারা আর কোন অপশক্তিকে ভয় পায় না। বিগত ফ্যাসিস্ট সরকারে প্রহসনমূলক ট্রাইবুনালকে বিশ্বের কোন দেশ স্বীকৃতি দেয়নি। সেই ট্রাইবুনালে আমাদের নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে এবং কারাবন্দি করে রেখেছে। আমার এর তীব্র নিন্দা জানাই। আমরা অনতিবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানাই। অন্যথায় বাংলাদেশ জামায়াতের ইসলামী এদেশের ইসলাম প্রিয় তাওহিদী জনতাকে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

বিক্ষোভ সমাবেশ শেষে নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে নগরীর কৃষ্ণচূড়া চত্বর থেকে বের হয়ে নগরীর টাউন হল মোড়ে গিয়ে শেষ করেন। উক্ত বিক্ষোভ মিছিলে ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াতের সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD