ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এক লাল চিনি ব্যবসায়ীর কাছ থেকে দিনদুপুরে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছেন উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম মিয়াসহ ৪/৫ জন। টাকা ছিনতাইয়ের সময় ঐ ব্যবসায়ীকে বেদড়ক মারধর করা হয়। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুযারি) দুপুর আড়াইটার দিকে উপজেলা সদরের পানমহল ইন্দিরাপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ব্যবসায়ীদের মধ্যে আতংক রিরাজ করছে।
পুলিশ ও বাজার ব্যবসায়ীরা জানান, উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম মিয়া চিহ্নিত সুদ কারবারি। উপজেলার পলাশতলী বয়ারমারা গ্রামের লাল চিনি ব্যবসায়ি আঃ রশিদ সেলিমের কাছ থেকে কিছু টাকা সুদ হিসাবে নিয়ে আবার তা পরিশোধ করে দেন। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসলামি ব্যাংক থেকে ৪ লাখ টাকা উত্তোলন করে ব্যবসায়িক কাজে উপজেলা সদরের পানমহল ইন্দরাপাড় পৌছামাত্র সেলিমসহ ৪/৫ জন ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়ার সময় ঐ ব্যবসায়িকে মারপিট করে আহত করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ফুলবাড়ীয়া থানায় একটি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ঐ ব্যবসায়ী।
এ ব্যাপারে উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম মিয়া প্রথমে অস্বীকার, পরে দায় স্বীকার করে নিউজ না করার জন্য অনুরোধ করেন তিনি।
ফুলবাড়ীয়া থানার ওসি রোকনুজ্জামান জানান, ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তাকে ঐ এলাকার সিসিটিবি ফুটেজ সংগ্রহের জন্য নির্দেশ দেয়া হয়েছে।