পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জেলা প্রশাসন, ময়মনসিংহ এর সার্বিক তত্ত্বাবধানে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান-২০২৪ এর শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে ।
ময়মনসিংহের সকল উপজেলায় আজ (১৩ টি) স্থানে একযোগে “পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান-২০২৪ এর শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত” অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসন, ময়মনসিংহ সদর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলম।
তিনি এ অনুষ্ঠানে দোয়া মাহফিলে অংশগ্রহণ করে পরবর্তীতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং শহিদ ও আহতদের পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এসময়,ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব
রোকনুজ্জামান সরকার রুকন সহ সংশ্লিষ্ট অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।