ময়মনসিংহ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ডের আফজাল হোসেন স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও জেলা যুবদলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন ফরহাদ উদ্যোগে বেকারত্ব দূরীকরণ কিংবা কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রী ড্রাইভিং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে একটি গাড়ি ক্রয় করা হয়েছে । এই গাড়ি দিয়ে ২০নং ওয়ার্ডের বিএনপি সকল কর্মীদের জন্য ফ্রী ড্রাইভিং প্রশিক্ষণ ব্যাবস্থা করা হয়েছে৷ যা সত্যি প্রশংসিত উদ্যোগ
এসময় ফরহাদ হোসেন বলেন, আমাদের নেতা ময়মনসিংহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম রাজু ভাই খুব দ্রুত এটি উদ্ভোধন করবেন। আমরা তার অপেক্ষা আছি। আমাদের আফজাল স্মৃতি পরিষদ ৩৩টি ওয়ার্ডে বিএনপি কর্মীদের জন্য ফ্রী ড্রাইভিং ব্যাবস্থা করবে। বিএনপি কর্মী ছাড়া যারা শিখতে চাইবে তাদের জন্য খুব অল্প মুল্যে শিখানো হবে৷ পশিক্ষণ শেষ হলে তার যোগ্যতা বৃত্তিতে চাকরি ব্যাবস্থা করে দেওয়ার চেষ্টা করা হবে । এরকম মানবিক কাজকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ৷
নিজেকে দক্ষ করে গড়ে তুলুন “বেকারত্বকে না বলুন” এই শ্লোগানটি বাস্তবায়ন করতে এই আয়োজন । ড্রাইভিং প্রশিক্ষণ এমন একটি ক্ষেত্র যা সম্পন্ন করার সাথে সাথে চাইলে দেশে ও বিদেশে চাকুরী করতে পারেন। এমন সুযোগ আপনি হাত ছাড়া করবেন কেন?