প্রেম অত:পর বিয়ে। বিয়ের পাঁচ বছর পর ময়মনসিংহে তানজিলা ও নূরল ইসলাম দম্পতি কোল জোড়ে চার সন্তান। খুশিতে আত্মহারা পরিবার। ২জন ছেলে ও ২জন মেয়ে সন্তান দম্পতির৷
মঙ্গলবার(২০মে) সন্ধ্যায় নগরীর চড়পাড়া মোড়ের বাম্রপল্লী বেসরকারি হেলথ্ কেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এই ৪ সন্তান প্রসব করেন।
জানাযায়, গতকাল বুধবার সকাল ৭টা সময় ভর্তি করা হয় দম্পতিকে। দুপুর ২টা সময় অস্ত্রপাচারের মাধ্যমে ৪ জন প্রসব করে। সন্তানের মধ্যে প্রথমে দুই ছেলে প্রসব করে কিছুক্ষণ পরেই আবার দুই মেয়ে।
মা ও তার সন্তান রা সুস্থ আছে বলে জানিয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগের সার্জন ডাক্তার দেলোয়ারা পারভীন ডলি।
হাসপাতাল ও দম্পতি সূত্র জানায়,ময়মনসিংহের তারাকান্দা রামপুর গ্রামের তানজিলার সাথে নারায়ণগঞ্জ চরফ্যাশন এলাকার নুরুল ইসলাম সাথে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হয়। পাঁচ বছর পেরিয়ে গেল কোন সন্তান হয়নি তাদের। পরে বিভিন্ন ডাক্তারের শরপন্ন হয়ে তারা জানতে পারে চার সন্তান তার গর্ভে। প্রসব ব্যথা নিয়ে নগরীর চড়পাড়া মোড়ের বাম্রপল্লী বেসরকারি হেলথ্ কেয়ার হাসপাতালে আসলে গাইনি বিভাগের সার্জন ডাক্তার দেলোয়ারা পারভীন ডলি অস্ত্রোপচারের মাধ্যমে এই সন্তান প্রসব করান।
তানজিলার মা নূরজাহান বলেন,মহান আল্লাহ আমাদের মনের আশা পুরণ করছে আল্লাহের কাছে লাখো শুকরিয়া। প্রথমে আমরা ভয়ে ছিলাম কি হয় আল্লাহের রহমতে আমার মেয়ে ও চার নাতী সবাই সুস্থ আছে।