হেফাজতে ইসলাম বাংলাদেশ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার (২৩ মে ২০২৫) বাদ জুমা হেফাজতে ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবানে এবং ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বর্তমান সরকারের কাছে তাদের ৫ টি দাবি অতিদ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানান, অন্যথায় আরো কঠোর কর্মসূচী দেবে বলে হুশিয়ার দেন।
তাদের ৫ টি দাবি হলো ১-ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল গণহত্যার বিচার, ২-বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ৩-নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল, ৪-ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ও ওয়াক্ফ আইন বাতিল, ৫-ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা।
বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ আহম্মদ আলী, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হক আযীযী, মুফতি আয়াতুল্লাহ, মাওলানা নুর উদ্দিন ভূইয়া, ইসলামি আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল হক, মডেল মসজিদের খতিব মুফতি আহসান উল্যাহ কাসেমী রহমানসহ নেতৃবৃন্দ