1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মিঠামইনে তমিজা খাতুন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আবেদা আক্তারকে অপসারণের দাবি  - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার মিঠামইনে তমিজা খাতুন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আবেদা আক্তারকে অপসারণের দাবি  কৃষিজমি–পুকুর–গাছপালা ধ্বংস: দুই ভাটার বিষাক্ত দাপটে বিপর্যস্ত উত্তর বনগাঁও কোতোয়ালী মডেল থানার (এসআই) আব্দুল রহিম নিজ বিট এলাকায় জনপ্রশংসিত হয়ে উঠেছেন —- মোহাম্মদপুরে নাশকতা মামলার আসামী ছুতু ময়মনসিংহে আওয়ামীলীগের মিছিলে নেত্রত্ব দিয়ে গ্রেফতার ময়মনসিংহে স্থানীয় গণমাধ্যম পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা ময়মনসিংহ কোতোয়ালীর এসআইদের ডিজিটাল ব্ল্যাকমেইল! নিরাপত্তা চান অনুসন্ধানী সাংবাদিক ময়মনসিংহে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, লিফলেট বিতরণে দুইজন গ্রেফতার জাতীয় বিপ্লব সংহতি দিবস ফুলপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী ময়মনসিংহে সুন্দরী আরমান হত্যায় একযুগ পর পলাতক রিপন ডিবির হাতে গ্রেফতার

মিঠামইনে তমিজা খাতুন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আবেদা আক্তারকে অপসারণের দাবি 

মিঠামইন প্রতিনিধি ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার তমিজা খাতুন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আবেদা আক্তার জাহানের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে শিক্ষা উপদেষ্টার বরাবরে এলাকার বিশিষ্টজনেরা অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে তমিজা খাতুন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আবেদা আক্তার জাহান আইন-কানুনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। আওয়ামী লীগ সরকারের আমলে আবেদা আক্তার তার স্বামী আব্দুল হক নুরুর ও ভাসুর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের হাত ধরে তার শাশুরির নামের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দায়িত্ব গ্রহণ করেন। প্রধান শিক্ষিকা আবেদা আক্তারের স্বামী আব্দুল হক নুরু হাওরের সম্রাট হিসেবে পরিচিত।সে এই বিদ্যালয়ের সভাপতির পদ দখল করে রাখেন ২৫ বছর। ক্ষমতার দাপটে বিধি- বিধান উপেক্ষা করে তমিজা খাতুন সরকারি বালিকা বিদ্যালয়টিকে আওয়ামী লীগের আস্তানা হিসেবে গড়ে তোলেন।খোঁজ নিয়ে জানা গেছে এলাকার জনসাধারনের নিজস্ব অর্থায়নে মিঠামইন বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে নাম পরিবর্তন করে তমিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবে নামকরণ করা হয়। আবেদ আক্তার জাহান প্রধান শিক্ষিকার দায়িত্ব নিয়ে তিনি মোটেও দায়িত্ব পালন করেননি। আওয়ামী লীগ শাসনামলে ঢাকাতে বসবাস করে বিদ্যালয় পরিচালনা করতেন। আওয়ামী লীগ সরকার পালানোর পর দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। এখন ও প্রধান শিক্ষিকা আবেদা আক্তার জাহান মাঝেমধ্যে বিদ্যালয়ে আসেন। তিনি প্রায় সময় নিষিদ্ধ লীগকে নিয়ে বিদ্যালয়ের ভিতরেই গোপন বৈঠক করছেন এমন অভিযোগ ও এনেছেন এলাকার বিশিষ্টজনেরা।

৭১ জনের স্বাক্ষরিত একটি অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে বিদ্যালয়েরর প্রধান শিক্ষিকা আবেদা আক্তার জাহান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমল থেকে এখন পর্যন্ত অনিয়ম ভাবে বিদ্যালয়টি নিজের ইচ্ছামতই পরিচালনা করছেন এবং নিষিদ্ধ দলের গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

তাঁর স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তিনি ভুয়া ভাউচারের মাধ্যমে বিদ্যালয়ের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে ও অভিযোগ রয়েছে।

অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রধান শিক্ষিকার লাগামহীন দুর্নীতি ও অনিয়মের কারণে অভিভাবক ও স্থানীয় বাসী চরমভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এর পরিপ্রেক্ষিতে তাকে অপসারণ ও প্রত্যাহারের দাবি জানিয়ে গত ১৭ নভেম্বর ৭১ জন বিশিষ্ট ব্যক্তির স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র শিক্ষা উপদেষ্টার বরাবরে দায়ের করা হয়েছে। প্রধান শিক্ষিকা আবেদা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগের কোন কিছুই সত্য না। ষড়যন্ত্র করা হচ্ছে তার বিরুদ্ধে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD