
মানবাধিকার আমাদের প্রতিদেনের অপরিহার্য্য বিষয় এই প্রতিপাদ্য’ কে সামনে রেখে ১০ই ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ উত্তর জেলা মানবাধিকার কমিশনের উদ্যোগে বুধবার ফুলপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে উক্ত উপজেলা হল রুমে র’্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ উত্তর জেলা মানবাধিকার কমিশনের সভাপতি সাবেক সেনা কর্মকর্তা জনাব মোশাররফ হোসেন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) তাসনীম জাহান স্যার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -ফুলপুর থানার সেকেন্ড অফিসার মোঃ সানাউল হক্ ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ উত্তর জেলা শাখার সম্মানীত সিনিয়র সহ-সভাপতি -জনাব কাজী তাজুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি জনাব শফিকুল ইসলাম সহ’মানবাধিকারের নেতৃবৃন্দ।
ময়মনসিংহ উত্তর জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুনের সঞ্চালনায় উক্ত র্যালী ও আলোচনা সভা শেষে উপজেলা হল রুম প্রাঙ্গণে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।